close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জ্বরের কারণে হাসপাতালে ভর্তি কিলিয়ান এমবাপ্পে

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
শারীরিক অবস্থার কারণে খুব বাজে সময় পার করছে কিলিয়ান এমবাপ্পে। দল যখন মাঠে খেলছে, তখন এমবাপ্পে জ্বরে আক্রান্ত। এইবার ভর্তি হলেন হাসপাতালে।..

বুধবার এমবাপ্পেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানায় রিয়াল মাদ্রিদ কতৃপক্ষ। ক্লাব এক বিবৃতিতে বলে, আমাদের খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পে মারাত্মক গ্যাস্ট্রোএনটেরিটাইসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সেখানে তাঁকে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর যথাযথ চিকিৎসা দেওয়া হচ্ছে।’ গ্যাস্ট্রোএনটেরিটাইসে অন্ত্রে সংক্রমণ হয়, যার কারণে বমি ও ডায়রিয়া হতে পারে।

অসুস্থতার কারণে বুধবার আল হিলালের বিপক্ষে মাঠে নামতে পারেনি এমবাপ্পে। সেই ম্যাচ ১-১ গোলে ড্র করে মাদ্রিদ৷ ম্যাচে এমবাপ্পের বদলি হিসেবে মাঠে নামেন রিয়াল মাদ্রিদ ‘বি’ দলের খেলোয়াড় গনসালো গার্সিয়া। ২১ বছর বয়সী এই ফরোয়ার্ডই রিয়ালের হয়ে একমাত্র গোলটি করেন।

لم يتم العثور على تعليقات