close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জবির ‘উত্তরণ’ বাসে নবীনবরণ: ভালোবাসা, বন্ধন ও আনন্দের একদিন..

sk shahrier hossen avatar   
sk shahrier hossen
****

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পরিবহন ‘উত্তরণ’ বাসের নবীন শিক্ষার্থীদের আনন্দঘন নবীনবরণ অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

শুক্রবার ( ৯ মে) মিরপুর-১৪ এর ওয়াটার গার্ডেন রেস্টুরেন্টে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন ‘উত্তরণ’ বাসের নতুন যাত্রী ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা, যারা বিশ্ববিদ্যালয়ের ১৯তম আবর্তনের সদস্য।

দুপুরের পর থেকেই শুরু হয় অনুষ্ঠানমালা। পরিবেশ জুড়ে ছিল উৎসবের আমেজ, মুখর ছিল নবীনদের হাসিতে। সাংস্কৃতিক পরিবেশনায় উঠে আসে গান, আবৃত্তি ও নৃত্যের অনবদ্য উপস্থাপনা। পরে নবীন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় শুভেচ্ছা ক্রেস্ট ও স্মারক।

বিশ্ববিদ্যালয়ের ১৮তম ব্যাচের শিক্ষার্থী জি.এম. ওসমান বলেন, “আমাদের উত্তরণ বাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় আজকের দিনটি। আমরা চাইছিলাম, আমাদের প্রিয় জুনিয়রদের জন্য এমন একটি দিন উপহার দিতে, যা তারা আজীবন মনে রাখবে—ভালোবাসায়, আন্তরিকতায় এবং আনন্দে ভরা।”

তিনি আরও বলেন, “আমরা জানি, এ আয়োজন নিখুঁত ছিল না, তবে চেষ্টা ছিল শতভাগ। সিনিয়রদের দিকনির্দেশনা, বন্ধুদের সহযোগিতা এবং জুনিয়রদের ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

১৯তম ব্যাচের নবীন শিক্ষার্থী জাহিদুল ইসলাম বলেন, “আজ প্রথমবারের মতো টের পেলাম, বিশ্ববিদ্যালয় মানে শুধু ক্লাস আর লেকচার না—এটা একটা পরিবার। যেহেতু আমাদের হল নেই, সেহেতু বাসটাই আমাদের অনেক কিছু। আর সেখানে আপনাদের মতো সিনিয়রদের পেয়ে আমরা সত্যিই খুব খুশি এবং অনুপ্রাণিত।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরণ বাসের সাবেক শিক্ষার্থীরা, সংগঠক ও শুভানুধ্যায়ীরা। তারা নবীনদের বিশ্ববিদ্যালয় জীবনের ভবিষ্যৎ যাত্রায় শুভ কামনা জানান এবং উত্তরণের ঐক্য ও পারস্পরিক বন্ধন ধরে রাখার আহ্বান জানান।

উল্লেখ্য, ‘উত্তরণ’ বাসটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিরপুর-১৪ থেকে ক্যাম্পাস পর্যন্ত যাতায়াতের একটি নির্ধারিত ও গুরুত্বপূর্ণ পরিবহন। প্রতিবছর নবীনদের বরণ করে নিতে আয়োজন করা হয় এই বিশেষ অনুষ্ঠান।

Keine Kommentare gefunden