close

লাইক দিন পয়েন্ট জিতুন!

জাতীয় স্মৃতিসৌধে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা: মুক্তিযুদ্ধের বীরদের প্রতি গভীর সম্মান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।..

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) সকাল ৬টার দিকে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর চৌকস একটি দল রাষ্ট্রীয় কায়দায় সালাম জানায়।

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান উপদেষ্টা দেশের স্বাধীনতার জন্য আত্মত্যাগকারী বীর শহীদদের স্মরণে বলেন, "আমাদের দায়িত্ব তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।"

এদিন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনও জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে। স্মৃতিসৌধ চত্বরে ছিল দেশপ্রেমের আবহ, যেখানে হাজারো মানুষ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

 

No comments found