জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার, ২৬ জুন দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ।
তিনি জানান, এবারের ভর্তি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেন ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। উত্তীর্ণের সংখ্যা দেখে অনেকটাই বোঝা যাচ্ছে, প্রতিযোগিতা এবারও তীব্র ছিল।
ভিসি জানান, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে মাত্র ৩৩.২৮ শতাংশ পরীক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের উপরে নম্বর। আর বাকী ৬৬.৭২ শতাংশ শিক্ষার্থী পেয়েছেন পঞ্চাশের নিচে নম্বর।
এটি স্পষ্ট করে দিচ্ছে, অধিকাংশ শিক্ষার্থীর ফলাফল এবার গড় মানের নিচে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪ লাখ ৪০ হাজার আসন রয়েছে। এর মধ্যে সম্মান কোর্সে সুযোগ পাবে ফলাফলে ভাল করা শিক্ষার্থীরা।
যারা অনার্সে ভর্তির সুযোগ পাবেন না, তারা পাস কোর্স, কারিগরি শিক্ষা কিংবা অন্যান্য প্রোগ্রামে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানান, এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল গত ৩১ মে, সারা দেশের বিভিন্ন কেন্দ্রে একযোগে।
ফলাফল জানতে হলে শিক্ষার্থীদের জন্য রয়েছে দুটি পদ্ধতি:
অনলাইনে:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) গিয়ে লগইন করে ফলাফল দেখা যাবে।
মোবাইল ফোনে এসএমএস করে:
-
আপনার মোবাইল ফোনে NUAT
রোল নম্বর লিখে পাঠান 16222 নম্বরে -
যেমন:
NUAT 123456 -
ফিরতি এসএমএসে আপনার ফলাফল পাঠিয়ে দেওয়া হবে
ভর্তি হওয়ার জন্য উত্তীর্ণ শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি আবেদন ফর্ম পূরণ, নির্বাচিত কলেজে জমা এবং নির্ধারিত ফি প্রদান করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে দ্রুতই ভর্তি সংক্রান্ত বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে বলে জানা গেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বিশাল ভর্তিযুদ্ধে যারা উত্তীর্ণ হয়েছেন, তাদের জন্য শুভকামনা। যাদের কাঙ্ক্ষিত ফল আসেনি, তাদের জন্যও রয়েছে বিকল্প পথ—কারিগরি, পাস ও অন্যান্য কোর্স।
সবচেয়ে গুরুত্বপূর্ণ—ফলাফল জেনে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, কারণ ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে খুব শিগগিরই।



















