close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

যারা বলে এবার আমাদের দেখুন, মানুষ তাদের ৭১ সালে দেখেছে : তারেক রহমান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
BNP Acting Chairman Tareque Rahman severely criticized the ruling party, referencing the context of 1971.

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিজয়ের মাসের এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ক্ষমতাসীনদের তীব্র সমালোচনা করেছেন। যারা বর্তমানে অন্য দলগুলোর ব্যর্থতা দেখিয়ে 'এবার আমাদের দেখুন' বলে জনগণকে আহ্বান জানাচ্ছেন, তাদের উদ্দেশে তারেক রহমান প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, "মানুষ তাদের ১৯৭১ সালে দেখেছে—কীভাবে তারা লাখ লাখ মানুষ হত্যা করেছে, মা-বোনের ইজ্জত লুণ্ঠন করেছে।"

রবিবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কঠোর মন্তব্য করেন। এর মাধ্যমে তিনি দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের একটি বিতর্কিত অংশকে সামনে এনে রাজনৈতিক প্রতিপক্ষকে জবাব দেওয়ার চেষ্টা করেন।

তিনি রাজনীতির মঞ্চে বেহেশতের টিকিট দেওয়ার মতো ধর্মীয় বক্তব্যের অপব্যবহারের বিষয়েও সতর্ক করেন। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলেন, বেহেশত বা দোজখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যারা এমন কথা বলে, তারা মূলত শিরক করছে। পরকালে মানুষের গন্তব্য কোথায় হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার কেবল সৃষ্টিকর্তার। ধর্মীয় অনুভূতিকে রাজনীতির হাতিয়ার না করার জন্য তিনি আহ্বান জানান।

ক্ষমতায় এলে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অঙ্গীকার করেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে বিএনপি সরকার গঠন করলে সর্বপ্রথম দুর্নীতির লাগাম টেনে ধরা হবে। তিনি বলেন, 'আগামীতে ক্ষমতায় গেলে দুর্নীতির লাগাম টেনে ধরা হবে।' তিনি আরও উল্লেখ করেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে না পারলে জাতির অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। দেশের সংকটকালে বিএনপি অতীতের মতো ধীরে ধীরে অবস্থার উন্নতি করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

कोई टिप्पणी नहीं मिली


News Card Generator