close
কমেন্ট করুন পয়েন্ট জিতুন!
আগামী জানুয়ারিতে বাংলাদেশে আরো ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন হতে যাচ্ছে। এই মসজিদগুলো উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার চট্টগ্রাম জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শনের সময় ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
মসজিদ পরিদর্শনের আগে তিনি মারকাজুল হাফেজাত ইন্টারন্যাশনাল মাদ্রাসার আন্তর্জাতিক পুরস্কার পাওয়া ১৫ জন হাফেজ ও এক নারী হাফেজকে সম্মাননা প্রদান করেন। ধর্ম উপদেষ্টা বলেন, “বাংলাদেশ কোরআনের উর্বর ভূমি। আমাদের হাফেজরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে।”
তিনি আরও জানান, সৌদি আরব, মিশর, তুরস্ক, ইরানসহ বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন ও কেরাত প্রতিযোগিতায় বাংলাদেশি হাফেজরা বিজয়ী হয়ে দেশের নাম উজ্জ্বল করেছেন।
উল্লেখ্য, দেশের ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় এ পর্যন্ত ৩০০টি মসজিদ উদ্বোধন করা হয়েছে। অবশিষ্ট মসজিদগুলো পর্যায়ক্রমে উদ্বোধন করা হবে, যা ইসলামের জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আগামী মাসে নতুন ৫০টি মডেল মসজিদের উদ্বোধনের মাধ্যমে সরকারের এই মহৎ উদ্যোগ একটি নতুন মাইলফলক স্থাপন করবে।
No comments found



















