ঝিনাইদহ জেলার মহেশপুর কৌঁটচাঁদপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজী (অবসর) প্রাপ্ত যামিনে মুক্তি পেলেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছিলেন। ৫ ই আগস্ট সরকার পতনের পর সাবেক এই সংসদ সদস্য আত্মগোপনে থাকেন। পরবর্তীতে যশোর থেকে পুলিশ তাকে গ্রেফতার করেন। নানান ধরনের মামলার জেরে তাকে ঝিনাইদহ কারাগারে প্রেরণ করা হয়।
আজ ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার বিকেল তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। ঝিনাইদহ জেলা কারাগারের কর্তৃপক্ষের পক্ষে থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।