বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, আমরা যদি ক্ষমতায় আসতে পারি, তবে নারীরা সবচেয়ে বেশি নিরাপদ থাকবে। সোমবার (২৩ জুন) রাতে কসবা উপজেলা মডেল মসজিদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, কসবায় কার ইঙ্গিতে তারাপুর গ্যাস ফিল্ড বন্ধ রাখা হয়েছে তা আমরা জানি। আমরা চাই, প্রতিটি বাড়িতে গ্যাস পৌঁছাক। মাদকের প্রসঙ্গে মো. আতাউর রহমান সরকার বলেন, এক সময় কসবায় এত মাদক বা মাদকের চোরাচালান ছিল না। এখন সীমান্তবর্তী খাদলা, মাদলা এলাকায় মাদকের প্রবেশদ্বার তৈরি হয়েছে। আমরা ক্ষমতায় এলে এসব বন্ধ করব। তাছাড়াও কসবায় একটি টেকসই উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে একটি আধুনিক স্টেডিয়াম নির্মাণ করতে পারলে তরুণরা খেলাধুলায় যুক্ত থাকবে, ফলে মাদকের আনাগোনা কমে যাবে।
সবশেষে তিনি বলেন,আমরা চাই কসবায় সুষ্ঠু, সুন্দর ও জনগণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা করতে। আমাদের লক্ষ্য জনকল্যাণমুখী কাজের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা।
উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন উপজেলা নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী।
এ সময় কসবায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।