নিহত মনজিলা বেগম জিরা (৬০) হাটচন্দ্রা গ্রামের স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী । সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ও জামালপুর ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মনজুরুল ইসলাম ম (৩৮) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত । মাদকের টাকার জন্য পারিবারিক কলহ ছিল তাদের প্রতিদিনের ঘটনা।গতকাল মাদকের টাকার জন্য মঞ্জুরুল বাড়িতে একটি মেহগনি গাছ ১৬ হাজার টাকা বিক্রি করে ৯ হাজার টাকা বায়না নেয়। ওইদিন সকালে গাছ ক্রেতা শেখ ফরিদ(৪০) বাকী টাকা নিয়ে গাছ কাটতে এলে স্বামী পরিত্যক্ত তোতা মিয়ার স্ত্রী মনজিলা বেগম জিরা (৬০) গাছ কাটতে বাধা দেয়।
এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছেলে মনজুরুল ইসলাম (৩৮) এলোপাথারি ভাবে তার মাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে । এ সময় গাছ ক্রেতা হাট চন্দ্রার বাসিন্দা ইদ্রিস আলীর ছেলে শেখ ফরিদ থামাতে গেলে তাকেও কুপিয়ে আহত করা হয়। আহত ব্যক্তি বর্তমান
জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ আবু মো: ফয়সল আতিক ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ ময়না তদন্তের জন্য উদ্ধার করা হয়েছে।অভিযুক্তকে আটক করার চেষ্টা চলছে বলেও তিনি জানান।
কোন মন্তব্য পাওয়া যায়নি