close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জামালগঞ্জে বিয়ে বাড়িতে পূর্বশত্রুতার জেরে হামলা, নারীসহ আহত ১০..

Abdus Samad avatar   
Abdus Samad
জামালগঞ্জে বিয়ে বাড়িতে পূর্বশত্রুতার জেরে হামলা, নারীসহ আহত ১০

আব্দুস সামাদ আফিন্দী | জামালগঞ্জ, সুনামগঞ্জ::

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের বড়ঘাগটিয়া গ্রামে বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৯ জুন) দিবাগত রাত ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বড়ঘাঘটিয়া গ্রামের আব্দুল কদ্দুসের মেয়ের বিয়ের অনুষ্ঠানে আত্মীয়স্বজন এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন। মঙ্গলবার রাতে বাড়িতে রান্নাবান্না চলাকালীন সময়ে পূর্ব বিরোধের জেরে একই গ্রামের আব্দুর রউফের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন: আব্দুস সাত্তার (৭০), জুলেখা বেগম (৫০) ,এমরুল হাসান (৩০),নুরুজ্জামান (৩০),সাবিকুন নাহার (৪০), আবু তালহা (২৪),আকমল (৩০),আব্দুল হক (৩৫)। ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার এসআই সুমন দেব রাতেই ঘটনাস্থলে যান। তিনি জানান, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত বিচার ও আইনগত পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Hiçbir yorum bulunamadı