বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের উদ্যোগে বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ডিসেম্বর) সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়।
জামালগঞ্জ উপজেলার আনন্দ শিশু কানন, সাচনা বাজার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষার হল সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাকর মজুমদার। কেন্দ্র প্রধানের দায়িত্বে ছিলেন আনন্দ শিশু কাননের অধ্যক্ষ শামীমা সুলতানা।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন জামালগঞ্জ কিন্ডারগার্টেনের অধ্যক্ষ জরিনা আক্তার বিনা, পলক উসমানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মল্লিকা চক্রবর্তী, সাচনা বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আক্তার হোসেন, অরুপ নারায়ণ তালুকদার, মেহেরুল ইসলাম, বিধান চৌধুরী, মাহমুদুল হাসান, জামালগঞ্জ কিন্ডারগার্টেনের শিক্ষক আলী আমজদসহ আরও অনেকেই।
এ বছর আনন্দ শিশু কানন, জামালগঞ্জ কিন্ডারগার্টেন এন্ড জুনিয়র হাই স্কুল, চাইল্ডকেয়ার কিন্ডারগার্টেন ও সৃজনী বিদ্যাপীঠ (সুনামগঞ্জ)—এই চারটি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১শত৩২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। বাংলাদেশ বেসরকারি স্কুল বোর্ডের আওতায় অনুষ্ঠিত বেসরকারি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে এ ধরনের বৃত্তি পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















