close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

জামায়াত জোটে যোগ দিচ্ছে মাহামুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য?..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
****

এবার জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটে যুক্ত হওয়ার গুঞ্জন উঠেছে মাহামুদুর রহমান মান্নার রাজনৈতিক দল নাগরিক ঐক্যের। শোনা যাচ্ছে, বিএনপি জোট ছাড়ার ঘোষণা দেওয়া নাগরিক ঐক্য জামায়াত নেতৃত্বাধীন জোটে যুক্ত হতে যাচ্ছে। গুঞ্জণ সত্যি হলে, জামায়াত নেতৃত্বাধীন এই নির্বাচনি জোট ১২ দলীয় জোটে রূপ নেবে। 

অসমর্থিত একটি সূত্র বলছে, মাহমুদুর রহমান মান্নার সঙ্গে জোটের একাধিক নেতৃবৃন্দের যোগযোগ অব্যহত রয়েছে। দুই-একদিনের মধ্যেই আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। মূলত বগুড়া-২ ও ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন করছেন মান্না। এরমধ্যে বগুড়ায় জামায়াতের প্রার্থী অধ্যক্ষ শাহাদাতুজ্জামান আর ঢাকা-১৮ আসনে জামায়াতের জোট সঙ্গী এনসিপির নেতা আরিফুল ইসলাম আদীব। এর যেকোনো একটি সমাঝোতা করে জোটের ঘোষণা আসতে পারে। 

তবে গুঞ্জনের বিষয়টি জানতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক সাকিব আনোয়ারের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

এর আগে গত বুধবার (২১ জানুয়ারি) বিএনপির জোট থেকে সরে আসার কথা জানায় নাগরিক ঐক্য। এর পাশাপাশি ১১ আসনে এককভাবে নির্বাচনের কথাও জানিয়েছেন তিনি। জানা গেছে, আসন সমঝোতার পরও ছাড় না দেওয়ায় বিএনপির দীর্ঘদিনের মিত্র মান্নার দলের এমন সিদ্ধান্ত। মান্না বগুড়া-২ থেকে ভোট করছেন। ওই আসনে ধানের শীষ প্রতীকে বিএনপি নেতা শাহ আলমকে মনোনয়ন দেওয়ায় এবং শেষ মুহূর্তে তা প্রত্যাহার না করায় এ বিভক্তির সৃষ্টি হয়।

এ বিষয়ে বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে মাহমুদুর রহমান মান্না একাধিকবার যোগাযোগ করলেও কোনো ফল না আসায় জরুরি সংবাদ সম্মেলন করে একলা চলো নীতি অবলম্বনের ঘোষণা দেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর বাইরে আরও ১০টি আসনে নিজেদের প্রার্থিতা ঘোষণা করা হয়।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator