close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

জালালপুরে সেবা প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভুক্তিমুলক লবি মিটিং অনুষ্ঠিত..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার: avatar   
জালালপুরের তালার জালালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে অন্তর্ভুক্তিমুলক সেবা বিষয়ে লবি মিটিং অনুষ্ঠিত হয়..

শেখ আমিনুর হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা :


সাতক্ষীরার তালার জালালপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে বৃহস্পিতবার (২২ মে '২৫) বেলা ১১ টায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সাথে অন্তর্ভুক্তিমুলক সেবা বিষয়ে এক লবি মিটিং অনুষ্ঠিত হয়। 


উইমেন জব ক্রিয়েশন সেন্টার কর্তৃক বাস্তবায়িত PRVW প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।


অনুষ্ঠানে সেবাদাতা প্রতিষ্ঠান থেকে ইউপি সদস্য, সচিব,  উদ্যোক্তা, FWV, HA, Health Inspector এবং উপ-সহকারী কৃষি কর্মকর্তা, পল্লী চিকিৎসক (প্রাণী) এবং নারী দলের স্বাস্থ্য সেবিকা ও আইন সেবিকা উপস্থিত ছিলেন।  প্রকল্প সমন্বয়কারী কাজী বাবর আলীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ফিল্ড ভলেন্টিয়ার  প্রশান্ত কুমার ঘোষ।

অনুষ্ঠানে ইউপির সেক্টর অনুযায়ী সেবার ধরণ ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন  ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু। 

এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রতিনিধি, কমিউনিটি ক্লিনিকের প্রতিনিধি এবং প্রাণিসম্পদ অফিসের প্রতিনিধি স্ব-স্ব সেক্টরের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator