close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

যাদের প্রশ্ন ডাক্তার জুবায়েদা রহমান কে?

(এস.এম আল আমিন হোসেন) স্টাফ রিপোর্টার ঢাকা  avatar   
(এস.এম আল আমিন হোসেন) স্টাফ রিপোর্টার ঢাকা
যাদের প্রশ্ন ডাক্তার জুবায়েদা রহমান কে?

 জোবায়েদা রহমানের পরিচয়টা নিচে দেওয়া হলো.....

 

ডক্টর জোবায়দা রহমান। পরিচয় জানলে অবাক হয়ে যাবেন। তিনি শুধু জিয়া পরিবারের পুত্রবধু কিংবা তারেক রহমানের স্ত্রী নন তার নিজ যোগ্যতায় তিনি লন্ডনের ইম্পেরিয়াল কলেজ থেকে মেডিসিন বিভাগে বিদ্যায়ন করে রেকর্ড নম্বর ও স্বর্ণপদক নিয়ে এমএসসি করেছেন বিশ্বখ্যাত এই স্বনামধন্য চিকিৎসক ।চিকিৎসকদের সিভিল সার্ভিস (বিসিএস)পরীক্ষায় প্রথম হয়ে ১৯৯৫ সালে চিকিৎসক হিসেবে প্রজাতন্ত্রের চাকুরীতে যোগ দেন। সিলেটের সম্ভ্রান্ত জমিদার পরিবারের জন্ম এই মহিয়সি নারীর। জেনে নেওয়া যাক তার আরো কিছু পরিচয় 

¤¤ নামঃ- ডা: জোবাইদা রহমান;

¤¤ স্বামীঃ- জনাব তারেক রহমান;

¤¤ শ্বশুরঃ- লে: জেনারেল জিয়াউর রহমান (বাংলাদেশের সাবেক রাষ্টপতি);

¤¤ শাশুড়ীঃ- বেগম খালেদা জিয়া (বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী);

¤¤ পিতাঃ- রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান (সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী);

¤মাতা: সৈয়দা ইকবাল মান্দ বানু

(সমাজ সেবায় স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত নারী , দেশের 68 হাজার গ্রামে যার হাতের ছোঁয়ায় ৩০ লক্ষ বেশি দরিদ্র শিক্ষার্থী শিক্ষার সুযোগ পেয়েছে সুরভির চেয়াপারসন, বাংলাদেশ মহিলা সংস্থার চেয়ারপার্সন)

 

¤ দাদাঃ- আহমেদ আলী খান (ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদ সদস্য, হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা);

¤¤ দাদীঃ- জুবাইদা খাতুন (অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদর মেয়ে);

¤¤ প্রপিতামহঃ- ডা: খান বাহাদুর আজদার আলী খান (বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, পাটনা মেডিকেল কলেজের অধ্যাপক);

¤¤ চাচা-১:- জেনারেল এম. এ. জি. ওসমানী;

¤¤ চাচা-২:- অবিভক্ত পাকিস্থানের মন্ত্রী আজমল আলী;

¤¤ চাচা-৩:- ডা: সেকেন্দার আলী খান;

¤¤ চাচাতো বোন:- আইরিন খান (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক মহাসচিব

প্রায় ২দশক পর বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে তিনি ৬ মে লন্ডন থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। 

Nenhum comentário encontrado


News Card Generator