close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

জাবি শিক্ষার্থী রবিনের মৃত্যুতে শাখা ছাত্রশিবিরের শোক

Amir Faysal avatar   
Amir Faysal
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের স্নাতকোত্তর শ্রেণির (৪৯ ব্যাচ) শিক্ষার্থী আ.ন.ম রবিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ইস..

 

 

শুক্রবার (৩০ মে) এক যৌথ বিবৃতিতে শাখা ছাত্রশিবিরের সভাপতি মহিবুর রহমান মুহিব ও সেক্রেটারি মোস্তাফিজুর রহমান বলেন, “আজ আমাদের প্রিয় সহপাঠী ও ভাই আ.ন.ম রবিন দুনিয়ার সফর শেষ করেছেন, ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। রবিন ছিলেন আন্তরিক, ক্রীড়াপ্রেমী ও পরোপকারী একজন মানুষ। আমরা দোয়া করি, মহান রাব্বুল আলামীন যেন তার ভুলত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করেন।”

 

 

বিবৃতিতে আরও বলা হয়, “রবিনের এই মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়—মৃত্যুর কোনো নির্ধারিত বয়স নেই। হঠাৎ করেই তা আমাদের জীবনে আসতে পারে। তাই আমাদের সবার উচিত ভালো কর্মের মাধ্যমে সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। আমরা রবিনের পরিবার ও সহপাঠীদের এই শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর তাওফিক কামনা করছি।”

 

উল্লেখ্য, আ.ন.ম রবিন দীর্ঘদিন ধরে অ্যাজমা, সিস্টিক ফাইব্রোসিস ও প্রাইমারি সিলিয়ারি ডিস্কিনেসিয়ায় আক্রান্ত ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন।

 

জাবি প্রতিনিধি :আমির ফয়সাল 

没有找到评论


News Card Generator