ইউক্রেনের হামলায় রাশিয়ার তিন সাংবাদিক নিহত, আহত আরও দুইজন
রাশিয়া ও ইউক্রেনের চলমান সংঘাত নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ইউক্রেনের কামান হামলায় রাশিয়ার তিন সাংবাদিকসহ ছয়জন নিহত হয়েছেন এবং আরও দুজন আহত হয়েছেন বলে রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। এ ঘটনায় আন্তর্জাতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে।
রুশ কর্তৃপক্ষের বিবৃতি
সোমবার রাশিয়ার তদন্ত কমিটির এক বিবৃতিতে জানানো হয়, পূর্ব লুহানস্ক অঞ্চলে ইউক্রেনের কামান হামলায় দৈনিক ইজভেস্তিয়া সংবাদপত্রের সংবাদদাতা আলেকজান্ডার ফেদোরচাক, জভেজদা টিভি চ্যানেলের ক্যামেরাম্যান আন্দ্রে পানভ এবং ওই চ্যানেলেরই ড্রাইভার আলেকজান্ডার সিরকেলি নিহত হয়েছেন।
রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘তাস’-এর সংবাদদাতা মিখাইল স্কুরাটোভ আহত হয়েছেন। এ ছাড়া, এক কিশোর গুলিবিদ্ধ হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
ফৌজদারি মামলা ও রাশিয়ার প্রতিক্রিয়া
রাশিয়া এই হামলার ঘটনায় ফৌজদারি মামলা দায়ের করেছে এবং এটিকে কঠোরভাবে মোকাবিলা করার ঘোষণা দিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ইউক্রেনের এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, ‘এই ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।’ তিনি জাতিসংঘ ও ইউরোপীয় নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ওসেক)-এর কাছে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া
জাতিসংঘ মহাসচিবের কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা সাংবাদিক হত্যার বিরোধিতা করে এবং এ ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত চায়। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) এই হামলার নিন্দা জানিয়েছে এবং সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
গাজায় পৃথক হামলায় সাংবাদিক নিহত
এদিকে, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাতসহ দুই গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বেইত লাহিয়ার পূর্ব অংশে আলজাজিরার সাংবাদিক হোসাম শাবাতের গাড়ি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনারা। একই দিনে দক্ষিণ গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় প্যালেস্টাইন টুডে-তে কর্মরত সাংবাদিক মোহাম্মদ মনসুরও নিহত হয়েছেন।
বিশ্বব্যাপী সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে এবং মানবাধিকারের লঙ্ঘন ঘটাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।