close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

ইসরায়েলের বিরুদ্ধে খুব বেশি কিছু করেনি, এখনো সংযম দেখাচ্ছে ইরান..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলের আগ্রাসী অবস্থানের পরও সরাসরি পাল্টা হামলা না চালিয়ে এখনো সংযম প্রদর্শন করছে ইরান। তবে পরমাণু কর্মসূচিতে কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিলেও চুক্তি থেকে পুরোপুরি সরে দাঁড়ায়নি। তবু বিশ্লেষকরা বলছেন..

তেহরান যেন আজ এক শান্ত আগ্নেয়গিরি। বাইরে থেকে শান্ত, কিন্তু ভেতরে জমছে বিস্ফোরণের প্রস্তুতি। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লাগাতার চাপে মধ্যপ্রাচ্য যখন উত্তপ্ত, তখন ইরান এখনো সরাসরি প্রতিশোধমূলক পথে হাঁটেনি। এই বিষয়টিকে একদিকে কৌশলগত সংযম হিসেবে দেখছেন বিশ্লেষকরা, অন্যদিকে এটি যেন একটি নিঃশব্দ হুঁশিয়ারি—‘আমরা পারি, কিন্তু এখনো চাইনি।’

ন্যাশনাল ইরানিয়ান আমেরিকান কাউন্সিল (NIAC)-এর প্রেসিডেন্ট জামাল আবদি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, ইরান এখনো আমেরিকার সেনাঘাঁটি কিংবা সেনা অবস্থানে কোনো হামলা চালায়নি। এটি ইরানের পক্ষ থেকে একটি পরিস্কার বার্তা—“আমরা পরিস্থিতি ঠান্ডা রাখতে চাই, কিন্তু সীমা অতিক্রম হলে পাল্টা আঘাত আসবেই।”

তিনি বলেন, “ইরান চাইলে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারত, যা হবে বিশ্ব জ্বালানির জন্য একটি বড় ধাক্কা। কিন্তু তাও করেনি। তারা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে এখনও বের হয়ে যায়নি, এমনকি আন্তর্জাতিক পরিদর্শকদের একেবারে বহিষ্কারও করেনি। বরং তারা এসব বিষয়ে ধাপে ধাপে সহযোগিতা কমাচ্ছে—যাতে দরজা পুরোপুরি বন্ধ না হয়ে যায়।”

এই সংযমের পেছনে কৌশল আছে, কিন্তু সেই কৌশল কতদিন চলবে, সেটি নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। জামাল আবদি বলেন, “বিশ্বের অনেক পর্যবেক্ষকই আশঙ্কা করছেন, যদি ইসরায়েল সরাসরি ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালায়, তবে ইরান ৩০ বছর ধরে যেটা করেনি—অর্থাৎ পারমাণবিক অস্ত্র তৈরির সিদ্ধান্ত—সেটি তারা এবার নিয়ে ফেলতে পারে।”

বিশ্লেষকদের মতে, ইরান বরাবরই নিজেকে এমন এক অবস্থানে রেখেছে, যেখান থেকে প্রয়োজন হলে দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে এগিয়ে যাওয়া সম্ভব। তবে এ পর্যন্ত তারা সেই সীমারেখা অতিক্রম করেনি। কিন্তু মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তপ্ত পরিস্থিতি, গাজা-ইসরায়েল সংঘর্ষ, এবং তেহরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান সামরিক ও কূটনৈতিক চাপ—সব মিলিয়ে ইরান যে নতুন কোনো পথে হাঁটতে পারে, সে বিষয়ে আগাম সতর্কতা দিয়েছেন বিশেষজ্ঞরা।

সংযম এখনো আছে, কিন্তু তার আয়ু কতদিন—তা সময়ই বলবে। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পালাবদলের এই সন্ধিক্ষণে, ইরান যেন সেই অদৃশ্য খেলোয়াড়, যে নিজে খেলে না, কিন্তু কখন মাঠে নামবে—তা কেউ জানে না।

  • ইরান এখনো আমেরিকান ঘাঁটিতে হামলা চালায়নি

  • হরমুজ প্রণালী খোলা রেখেছে, যদিও বন্ধ করায় সক্ষম

  • পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তি থেকে পুরোপুরি সরে দাঁড়ায়নি

  • সংযমের কৌশল নিয়ে অনিশ্চয়তা

  • ইসরায়েল হামলা করলে ইরান পরমাণু অস্ত্র তৈরির সিদ্ধান্ত নিতে পারে

Walang nakitang komento