ইসরাইলি আকাশসীমায় ১ ঘণ্টায় উড়ল ৮টি ইরানি ড্রোন

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
মাত্র এক ঘণ্টার ব্যবধানে ইরান থেকে ইসরাইলি আকাশে ঢুকে পড়ে আটটি ড্রোন। পাঁচটি ভূপাতিত হলেও বাকিগুলোর পরিণতি এখনো তদন্তাধীন। এই ঘটনার জেরে ইসরাইল-ইরান সম্পর্ক আরও তীব্র হয়ে উঠছে।..

ইরান ও ইসরাইলের মধ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়ে গেল শনিবার সকালেই, যখন মাত্র এক ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ইরানি ড্রোনগুলো ইসরাইলি আকাশসীমায় প্রবেশ করে। ইসরাইলের সামরিক বাহিনী ‘আইডিএফ’ (Israel Defense Forces) নিশ্চিত করেছে, ইরান থেকে উৎক্ষেপণ করা মোট আটটি ড্রোন তাদের আকাশসীমায় প্রবেশ করেছে।

বিবিসি ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদ সংস্থার বরাতে জানা যায়, স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিট থেকে ১১টা ২৭ মিনিট পর্যন্ত এই ড্রোনগুলো ইসরাইলের বিভিন্ন এলাকায় শনাক্ত হয়। একপ্রান্তে দক্ষিণাঞ্চলীয় এলিয়াত শহর থেকে শুরু করে উত্তর সীমান্তের সিরিয়া-সংলগ্ন অংশ পর্যন্ত বিস্তৃত ছিল এই আকাশ অনুপ্রবেশ।

আইডিএফ সূত্র জানায়, ড্রোনগুলোর মধ্যে পাঁচটি সফলভাবে ভূপাতিত করা হয়। তবে বাকি তিনটি কোথায় গেল বা কী ঘটেছে, সেই বিষয়ে এখনো তদন্ত চলছে। আইডিএফ জানিয়েছে, এই হামলার ধরন ও প্রযুক্তি পরীক্ষা করে দেখা হচ্ছে, কারণ এটি কোনো সাধারণ ঘটনা নয়।

এই ঘটনার পেছনে কে বা কারা রয়েছে, তা স্পষ্ট না হলেও ইসরাইল সরাসরি ইরানকেই দায়ী করছে। অপরদিকে, ইরানের পক্ষ থেকে পাল্টা অভিযোগ এসেছে—তাদের দেশজুড়ে ইসরাইল একাধিক হামলা চালাচ্ছে, যার মধ্যে রয়েছে আবাসিক এলাকা, ত্রাণ কেন্দ্র এবং অ্যাম্বুলেন্স ইউনিট।

ইরানের জাতীয় জরুরি সেবার প্রধান জানান, সাম্প্রতিক ইসরাইলি হামলায় অন্তত তিনটি গুরুত্বপূর্ণ ত্রাণ ঘাঁটি এবং আটটি জরুরি অ্যাম্বুলেন্স সেবা কেন্দ্র ধ্বংসপ্রাপ্ত হয়েছে। ইরানি গণমাধ্যমের ভাষ্য অনুযায়ী, এই হামলা শুধু যুদ্ধপরিস্থিতি নয়, মানবিক বিপর্যয়েরও সৃষ্টি করেছে।

বিশ্লেষকরা বলছেন, এই ড্রোন অনুপ্রবেশ এবং ইসরাইলি পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে আগুনের স্ফুলিঙ্গ হয়ে দাঁড়াতে পারে। গত কয়েক মাস ধরে ইরান-ইসরাইল উত্তেজনা যেভাবে বাড়ছে, তাতে দুই দেশের সরাসরি সামরিক সংঘাতে জড়িয়ে পড়ার ঝুঁকি বেড়েই চলেছে।

এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন এই ঘটনার ওপর গভীর নজর রাখছে। তারা উভয় পক্ষকে সংযমের আহ্বান জানালেও কেউই যুদ্ধপথ থেকে সরে আসার ইঙ্গিত দেয়নি।

অন্তত এক ঘণ্টার এই আকাশসীমা অনুপ্রবেশ প্রমাণ করে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা এখন তীব্র অনিশ্চয়তার মুখে। আর যেকোনো সময় পরিস্থিতি বিস্ফোরণ ঘটাতে পারে, এমনটাই আশঙ্কা করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা।

No comments found


News Card Generator