close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ইসরায়েলের কারাগার থেকে ৯০ ফিলিস্তিনি মুক্তি: আছেন নেত্রী খালিদা জাররার!

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির শর্ত মেনে গতকাল রোববার তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্
ইসরায়েলের কারাগারে বন্দী থাকা ৯০ জন ফিলিস্তিনিকে মুক্তি দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। যুদ্ধবিরতির শর্ত মেনে গতকাল রোববার তাঁদের মুক্তি দেওয়া হয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে সবাই নারী ও শিশু। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো খালিদা জাররার, যিনি ফিলিস্তিনি রাজনীতিতে অত্যন্ত পরিচিত মুখ এবং অধিকৃত পশ্চিম তীরের পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইনের (পিএফএলপি) একজন নেতা। স্বজনদের জড়িয়ে ধরে আবেগঘন মুহূর্ত মুক্তি পেয়ে নিজ ভূমিতে ফিরে স্বজনদের জড়িয়ে ধরার দৃশ্য ছিল আবেগঘন। দীর্ঘদিন কারাবাস শেষে ফিরে আসা এসব বন্দীর জন্য এটি ছিল বহু প্রতীক্ষিত মুহূর্ত। ছবি ও ভিডিওতে দেখা গেছে, মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনিদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন এবং তাঁদের ঘিরে ধরে আনন্দ উদযাপন করছেন। খালিদা জাররারের শীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ সাবেক ফিলিস্তিনি পার্লামেন্ট সদস্য খালিদা জাররারকে ইসরায়েলে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল। দীর্ঘ বন্দিদশা এবং অত্যাচারের কারণে তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে পড়েছে। মুক্তির পর তাঁর শীর্ণ চেহারা দেখে অনেকে বিস্মিত ও উদ্বিগ্ন। রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে চলমান যুদ্ধবিরতির শর্তগুলোর একটি অংশ। এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে ফিলিস্তিনি নেতারা আরও বন্দী মুক্তির দাবি জানিয়েছেন। এই মুক্তি ফিলিস্তিনিদের জন্য একদিকে আশার আলো জ্বালালেও অন্যদিকে তাঁদের উপর চলমান নির্যাতনের চিত্র তুলে ধরেছে। বিশ্বের মানবাধিকার সংগঠনগুলো এই বিষয়ে আরও কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে।
No comments found