গোপালগঞ্জ প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক থানা প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) মাওলানা আজিজুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শাখার সহ-সভাপতি হাফেজ নাহিদ হাসান।
সভায় আরও উপস্থিত ছিলেন:
মো. ইয়াকুব মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা শাখা
মো. হাচিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক, জেলা শাখা
মো. শাফায়েত শেখ, দপ্তর সম্পাদক, জেলা শাখা
হাফেজ মাহদি হাসান, সভাপতি, মুকসুদপুর উপজেলা শাখা
মো. শফিকুল ইসলাম সবুজ, সহ-সভাপতি, মুকসুদপুর উপজেলা শাখা
মাওলানা মাসুম বিল্লাহ, সহ-সভাপতি, কোটালীপাড়া উপজেলা শাখা
মো. মাসউদুর রহমান, সাধারণ সম্পাদক, কোটালীপাড়া উপজেলা শাখা
মাওলানা ওবায়দুল্লাহ আল মাহমুদী, সাধারণ সম্পাদক, কাশিয়ানী উপজেলা শাখা
সভায় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল ইসলাম ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন এবং সাংগঠনিক দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আগামী দিনের আন্দোলনকে সফল করতে কর্মীদের আরও সচেষ্ট হয়ে কাজ করার আহ্বান জানান।
ঘোষিত নতুন জেলা কমিটি (২০২৫-২৬):
সভাপতি: মাওলানা মিজানুর রহমান
সহ-সভাপতি: মাওলানা মোস্তাফিজুর রহমান
সাধারণ সম্পাদক: হাফেজ নাহিদ হাসান
যুগ্ম সাধারণ সম্পাদক: মো. ইয়াকুব মোল্লা
সভা শেষে জাতীয় মহাসমাবেশ সফল করার জন্য দোয়া করা হয় এবং সংশ্লিষ্ট সকল ইউনিটকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করা হয়।