close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ইসলাম থেকে মুসলমানদের দূরে সরাতে বুদ্ধিজীবীদের চিরন্তন ষড়যন্ত্র: পীর চরমোনাই

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বরিশাল, চরমোনাই: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, কথিত বুদ্ধিজীবীরা যুগ যুগ ধরে মুসলমানদের ইসলাম থেকে বিচ্যু
বরিশাল, চরমোনাই: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, কথিত বুদ্ধিজীবীরা যুগ যুগ ধরে মুসলমানদের ইসলাম থেকে বিচ্যুত করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই ষড়যন্ত্র মোকাবেলায় ইসলামী জ্ঞান অর্জনের জন্য পুস্তক অধ্যয়নের বিকল্প নেই। রবিবার সকালে বরিশালের চরমোনাই মাদরাসা অডিটোরিয়ামে "বিশ্বব্যাপী ইসলামফোবিয়া রোধে মুসলিম উম্মাহর করণীয়" শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ও নাশীদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, "ইসলাম একটি পরিপূর্ণ শান্তির জীবন বিধান। বিজাতীয়রা এখন এর সৌন্দর্য বুঝতে শুরু করেছে, অথচ অনেক মুসলমান এখনো ইসলামের প্রকৃত সৌন্দর্য সম্পর্কে অবগত নন। এটি আমাদের ব্যর্থতা যে আমরা ইসলামের পরিপূর্ণ বিধান সম্পর্কে সঠিকভাবে তাদের বুঝাতে পারছি না।" সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চরমোনাই কওমিয়া শাখার সভাপতি ফয়জুল্লাহ বিন সিদ্দিকী। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব ও মিশরের আল আজহার ইউনিভার্সিটির প্রখ্যাত গবেষক ড. শায়খ যাকী মুহাম্মাদ আবু সারী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই, ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মাদ আবুল খায়ের, চরমোনাই ইউপি চেয়ারম্যান মাওলানা সৈয়দ জিয়াউল করীম এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর। সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, "ইসলামী ছাত্রদের ত্যাগী, আবেদ এবং দানশীল হতে হবে। সমাজে অন্যদের প্রাধান্য দিয়ে সেবার মনোভাব তৈরি করতে হবে। সাহাবাদের মতো আত্মত্যাগের আদর্শ অনুসরণ করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য প্রস্তুত থাকতে হবে। দুনিয়ার লোভ ছেড়ে ঈমানের তাগিদে প্রয়োজনে হিজরত করতে হবে।" তিনি আরও বলেন, "ইসলাম কায়েমের জন্য ছাত্রদের সবকিছু উজাড় করে দিতে হবে। ত্যাগ এবং শাহাদাতের আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে হবে।" সেমিনারে ইসলামবিদদের বক্তব্যে বিশ্বব্যাপী ইসলামফোবিয়ার চ্যালেঞ্জ ও মুসলিম উম্মাহর দায়িত্ব তুলে ধরা হয়। বক্তারা ইসলামের প্রকৃত সৌন্দর্য ও মানবিক দিক তুলে ধরে মুসলমানদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
کوئی تبصرہ نہیں ملا