close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ইসকন মন্দিরে চুরির ফুল দিয়ে পূজা: বাকৃবির ৩ শিক্ষার্থীকে শাস্তি

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহিদ নাজমুল আহসান হল থেকে তিন বস্তা ফুল চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শহিদ নাজমুল আহসান হল থেকে তিন বস্তা ফুল চুরির ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। জানা গেছে, চুরি করা ফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসকন মন্দিরে পূজার কাজে ব্যবহার করা হয়। সোমবার দুপুরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. কাজী কামরুল ইসলাম ইসকন মন্দিরে গিয়ে সরেজমিনে হলের বাগানের চুরি করা ফুল শনাক্ত করেন। এ সময় তিনি একজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে আরও দুই শিক্ষার্থীকে ডেকে তাদের জবানবন্দি নেওয়া হয়। অভিযুক্তরা তাদের অপরাধ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ আর না করার অঙ্গীকার করে। শহিদ নাজমুল আহসান হলের প্রভোস্ট ড. কাজী কামরুল ইসলাম বলেন, “হলের গার্ডরা সকালে চুরির বিষয়টি আমাকে জানায়। পরে ইসকন মন্দিরে গিয়ে দেখি, চুরি করা ফুল পুষ্পাভিষেক পূজার কাজে ব্যবহার করা হয়েছে। শিক্ষার্থীরা তিন বস্তা ফুল চুরি করে মন্দিরে দেয়। এটি ধর্মীয় অনুষ্ঠান এবং চুরি করা জিনিস দিয়ে এমন কিছু করা মোটেই গ্রহণযোগ্য নয়। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলাবিধির ৭নং ধারা অনুযায়ী একজন শিক্ষার্থীকে জরিমানা করা হয়েছে এবং বাকিদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। শামসুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আব্দুল আওয়াল জানান, “আমার হলের দুই শিক্ষার্থী জড়িত থাকায় তাদের রুম তালাবদ্ধ করা হয়েছে এবং হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, “ধর্মীয় প্রার্থনা কখনো চুরি করা জিনিস দিয়ে হতে পারে না। এটি ক্ষমার অযোগ্য অপরাধ। অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শৃঙ্খলাবিধি অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।এই চাঞ্চল্যকর ঘটনায় বাকৃবি ক্যাম্পাসে আলোচনা তুঙ্গে।
Nessun commento trovato


News Card Generator