close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

ঈশ্বরগঞ্জে পিএফজি’র উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

Md Ubaydullah Rume avatar   
Md Ubaydullah Rume
উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যের আলোকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর উদ্যোগে সহিংসতা নিরসন ও শান্তিপূর্ণ ঈশ্বরগঞ্জ বিনির্মাণের লক্ষ্যে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে রাজিবপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পিএফজি’র কো-অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, রাজিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলী ফকির, পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী, পিএফজি’র সদস্য ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেত্রী শেফালি হামিদ, পিএফজি’র সদস্য ও জেলা এলডিপি’র সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক আকন্দ, পিএফজি’র সদস্য ও উপজেলা সুজন সাধারণ সম্পাদক নীলকন্ঠ আইচ মজুমদার, পিএফজি সদস্য সাংবাদিক হাবিবুর রহমান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর ফিল্ড কোঅর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান প্রমুখ। 

সমাবেশে বক্তরা ঈশ্বরগঞ্জে সম্প্রীতি বজায় রাখতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। এ সমাবেশে রাজিবপুর ইউনিয়নের বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ইমাম, শিক্ষকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে পিএফজি’র কর্মকান্ডের উপর সন্তোষ প্রকাশ করেন এবং ইউনিয়ন পর্যায়ে পিএফজি কমিটি গঠনের প্রস্তাব করেন। একই সাথে এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এ ধরণের সমাবেশ গ্রাম পর্যায়ে করার আহবান জানান।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator