ইসরাইলে ভয়াবহ দাবানল: ২০ ঘণ্টার তাণ্ডবে ছাই ২,৫০০ একর জমি, আহত ৯ জন
মধ্য ইসরাইলের বিস্তীর্ণ এলাকা জুড়ে ভয়াবহ দাবানলে অন্তত ২,৫০০ একর জমি পুড়ে গেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে নয়জন মানুষ, যাদের মধ্যে সাতজনই ছিলেন দায়িত্ব পালনরত দমকলকর্মী। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) মিডল ইস্ট মনিটর প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
২০ ঘণ্টার টানা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ইসরাইলের অগ্নিনির্বাপণ ও উদ্ধার বাহিনী। তারা জানায়, পরিস্থিতি এখন স্থিতিশীল এবং আগুন পুরোপুরি নেভাতে আর বেশি সময় লাগবে না। ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেওয়ার পর, ইতোমধ্যে অনেকেই নিজ নিজ বাসস্থানে ফিরে গেছেন। গুরুত্বপূর্ণ সব সড়কপথও আবার চালু করা হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসেই বিপদের আভাস
ইসরাইলের আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার ও বুধবারের জন্য ‘কঠিন আবহাওয়ার সতর্কতা’ জারি করেছিল। এতে বলা হয়েছিল, অস্বাভাবিক তাপমাত্রা ও শুষ্ক বাতাসের কারণে আগুন লাগার ঝুঁকি রয়েছে। পূর্বাভাস সত্যি প্রমাণ করে, প্রবল গরম ও ঝড়ো হাওয়ার মধ্যে দ্রুত ছড়িয়ে পড়ে দাবানল।
দ্রুত প্রতিক্রিয়া ও দমকল বাহিনীর নায়কোচিত প্রচেষ্টা
দাবানল ছড়িয়ে পড়ার পরপরই দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরলসভাবে কাজ শুরু করে। দীর্ঘ সময় ধরে আগুন নেভাতে অংশ নেয় বহু ইউনিট। আহতদের তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয় এবং কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কেউই এখন আশঙ্কাজনক অবস্থায় নেই।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব
বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এমন দাবানলের সংখ্যা ও ভয়াবহতা ভবিষ্যতে আরও বাড়বে। গ্রীষ্ম আসার আগেই রেকর্ড তাপপ্রবাহ ও খরাপ্রবণ আবহাওয়া আগুন লাগার প্রবণতাকে কয়েকগুণ বাড়িয়ে তুলছে।
ইসরাইলে সাম্প্রতিক এই দাবানল শুধু তাৎক্ষণিক ক্ষয়ক্ষতিই নয়, ভবিষ্যতের জন্যও এক সতর্ক বার্তা দিয়ে গেল—জলবায়ু সংকট এখন আর ভবিষ্যতের আশঙ্কা নয়, এটি বর্তমানে আমাদের বাস্তবতা।