close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ইরা নে র বন্দরে ভ য়া বহ বি স্ফো র ণে আ হ ত ৫০০

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরানের শহীদ রাজী বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৫০০ জন আহত হয়েছেন। কালো ধোঁয়ায় আচ্ছন্ন পুরো বন্দর এলাকা, কাঁপছে আশপাশের শহর। বিস্তারিত জানতে ক্লিক করুন!..

ইরানের রাজী বন্দরে বিধ্বংসী বিস্ফোরণ: আহত ৫০০, আতঙ্কে পুরো শহর

ইরানের গুরুত্বপূর্ণ শহীদ রাজী বন্দরে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৫০০ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় বিকেলে দেশটির হোরমোজগান প্রদেশের এ বন্দরটিতে বিস্ফোরণটি ঘটে। ইরানের হোরমোজগান বন্দর ও সামুদ্রিক প্রশাসনের কর্মকর্তা ইসমাইল মালেকজাদেহ নিশ্চিত করেছেন, ঘটনাস্থলে এখনো আগুন নেভানোর কাজ চলছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

রাজী বন্দর অবস্থিত বন্দরনগরী আব্বাসে, যা রাজধানী তেহরান থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে। ইরানি রাষ্ট্রীয় বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, এই শহীদ রাজী বন্দর ইরানের সবচেয়ে আধুনিক ও ব্যস্ততম সামুদ্রিক বন্দরগুলোর একটি। এখান থেকেই বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় পাঁচ ভাগ সরবরাহ করা হয়, যার ফলে এর গুরুত্ব অপরিসীম।

বিস্ফোরণের তাৎক্ষণিক পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, আকাশজুড়ে বিশাল ঘন কালো ধোঁয়া উঠছে। বিস্ফোরণের মাত্রা এতটাই ভয়ংকর ছিল যে, বিস্ফোরণের কেন্দ্রবিন্দু থেকে এক কিলোমিটারেরও বেশি দূরে থাকা ভবনগুলোর জানালার কাচ ভেঙে পড়ে। অনেক ভবনের আংশিক ক্ষতিও হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মেহরদাদ হাসানজাদেহ রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক বিবৃতিতে জানান, উদ্ধারকর্মীরা দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছেন এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। একইসাথে এলাকাটি সম্পূর্ণ খালি করার প্রচেষ্টা চলছে যাতে কোনো ধরনের পুনরায় বিস্ফোরণের ঝুঁকি এড়ানো যায়।

হাসানজাদেহ আরও জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, রাজী বন্দরের নির্দিষ্ট কিছু কন্টেইনার থেকেই বিস্ফোরণটি শুরু হয়েছিল। তবে কন্টেইনারগুলোর মধ্যে কী ধরনের পদার্থ ছিল বা কীভাবে এত বড় বিস্ফোরণ ঘটল, তা এখনো স্পষ্ট করা হয়নি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় টেলিভিশন তাদের সর্বশেষ প্রতিবেদনে জানিয়েছে, বিস্ফোরণের অভিঘাতে একটি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে। তবে এই ঘটনায় এখনও প্রাণহানির সংখ্যা নিশ্চিত করা হয়নি। আহতদের স্থানীয় হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়েছে, যেখানে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

ইরানের বিভিন্ন সরকারি সংস্থা এবং উদ্ধারকারী দল বর্তমানে ঘটনাস্থলে সমন্বিতভাবে কাজ করছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ও জরুরি সেবা কর্মীদের মোতায়েন করা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, শহীদ রাজী বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থানে এ ধরনের বড় দুর্ঘটনা শুধু ইরানের অর্থনীতির জন্যই নয়, আন্তর্জাতিক তেল সরবরাহ ব্যবস্থার ওপরও বড় প্রভাব ফেলতে পারে। ফলে বিশ্বের বড় বড় তেল আমদানিকারক দেশগুলোও এ ঘটনার দিকে সতর্ক দৃষ্টি রাখছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরিস্থিতির আরো আপডেটের জন্য জনগণকে স্থানীয় টেলিভিশন ও রেডিওর মাধ্যমে নিয়মিত খবরে চোখ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

No comments found