ইন্দুরকানীতে বিএনপিতে নবযোগদানকৃতদের সঙ্গে মতবিনিময় সভা ও সদস্য ফরম বিতরণ..

S M Neaj Morshed avatar   
S M Neaj Morshed
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায়

বিএনপিতে নবযোগদানকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে নতুন সদস্যদের মাঝে সদস্য ফরম বিতরণ করা হয়। সোমবার (১৯ জানুয়ারি) ইন্দুরকানী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফরিদ আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হাওলাদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মোঃ আহসান কবির।

‎সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফায়জুল কবির তালুকদার, সাবেক সদস্য সচিব আলমগীর কবির মান্নু, সাবেক যুগ্ম আহ্বায়ক আহসানুল হক ছগির, সাংগঠনিক সম্পাদক এইচ এম ফারুক হোসাইন, মোস্তান হাফিজ, চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান মঞ্জু, পত্তাশী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শাহিন হাওলাদার, ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম ইমন, যুবদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ শাহিদুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক হুমায়ন কবির, সাবেক সদস্য সচিব জুয়েল রানা, ছাত্রদলের আহ্বায়ক মোঃ আল আমিন হোসেন, চন্ডিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ দুলাল ফকির, বালিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম বাবুল তালুকদার, ইন্দুরকানী সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুল কবির তালুকদার, পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, মৎস্যদলের সাধারণ সম্পাদক মোঃ মামুন কাজীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

‎বক্তারা বলেন, দলের আদর্শকে আরও শক্তিশালী ও সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নবযোগদানকৃত জনপ্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Комментариев нет


News Card Generator