close
  
  
         
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
					ইয়েমেনে সৌদি আরবের সাম্প্রতিক হামলায় দেশটির সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সীমান্ত লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত একজন ইয়েমেনি নাগরিক আহত হয়েছেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, হামলার ফলে সীমান্ত অঞ্চলে ক্ষয়ক্ষতির আশঙ্কা বেড়েছে। এই খবরটি প্রথম প্রকাশ করেছে মেহের নিউজ।
এর আগে, মঙ্গলবারও ইয়েমেনে সৌদি সেনাবাহিনীর হামলার খবর পাওয়া যায়, যেখানে একজন ইয়েমেনি নাগরিক নিহত এবং একজন আফ্রিকান শরণার্থী আহত হয়েছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, এই ধারাবাহিক হামলা সৌদি-ইয়েমেন সীমান্তে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে।
					
					
					
					
					
					
    
					
					
			
					
					
					
					
					
					
					
				
				
				
				No comments found
							 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			