পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে শুরু হয়েছে প্রস্তুতির ব্যস্ততা। এরই মধ্যে একটি বড় সুখবর এসেছে সরকারের অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদ থেকে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে এবার টানা ১০ দিনের ছুটি ভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা। এ সিদ্ধান্ত নেয়া হয়েছে ৬ মে মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে।
বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই ঘোষণা নিশ্চিত করেন। তিনি লেখেন, “জনস্বার্থ বিবেচনায় ঈদুল আজহার ছুটি ১০ দিন করা হয়েছে। যাতে মানুষ নির্বিঘ্নে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে।”
ঈদুল ফিতরের ছুটি ছিল ৯ দিন, এবার তার চেয়েও বড় ছাড়!
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ঈদুল ফিতরে সরকার টানা ৯ দিনের ছুটি দিয়েছিল। তখন ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত এই ছুটি ছিল কার্যকর। এবার সেই রেকর্ড ছাড়িয়ে ১০ দিনের ছুটি ঘোষণা করেছে সরকার, যা দেশের মানুষের ঈদ আনন্দকে আরও দ্বিগুণ করে তুলেছে।
ঈদের মূল তিন দিনের ছুটি ছাড়াও সংযুক্ত হয়েছে অতিরিক্ত সরকারি ছুটি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলো। ফলে ঈদের আগে-পরে পরিবার-পরিজনের সঙ্গে নিরবিচারে আনন্দ উপভোগ করা যাবে।
মে মাসেও ছুটির খবরে সরকারি কর্মীদের মুখে হাসি
শুধু ঈদুল আজহা নয়, চলতি মে মাসেও আরও একগুচ্ছ ছুটি অপেক্ষা করছে সরকারি চাকরিজীবীদের জন্য। ২০২৫ সালের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, ১১ মে পড়েছে বুদ্ধ পূর্ণিমা, যা একটি সাধারণ ছুটি। এ বছর দিনটি পড়েছে রোববারে।
তার আগে ৯ ও ১০ মে যথাক্রমে শুক্রবার ও শনিবার, যা সাপ্তাহিক ছুটি। ফলে ৯ থেকে ১১ মে পর্যন্ত তিন দিনের টানা ছুটি পাচ্ছেন সরকারি কর্মীরা।
এমনকি এই ছুটির ধারাবাহিকতায় যদি কেউ ব্যক্তিগতভাবে ১২ মে একদিনের ছুটি নেন, তাহলে সেই ছুটি আরও দীর্ঘ হতে পারে।
পরিবহন খাতে স্বস্তি, পর্যটনে ইতিবাচক প্রভাব
১০ দিনের এই ছুটি দেশের অভ্যন্তরীণ ও আন্তঃজেলা যাতায়াতে স্বস্তি এনে দিতে পারে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। কারণ পর্যাপ্ত সময় হাতে থাকায় মানুষ বিভিন্ন দিনে যাত্রা করতে পারবে, ফলে রাস্তাঘাটে চাপ কিছুটা কমবে।
এছাড়া পর্যটনখাতের ব্যবসায়ীরাও দারুণ আশাবাদী। কক্সবাজার, সিলেট, বান্দরবান, সুনামগঞ্জসহ দেশের নানা পর্যটন গন্তব্যে এবার ব্যাপক ভিড়ের সম্ভাবনা রয়েছে।
জনগণের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া: সামাজিক মাধ্যমে ইতিবাচক ঝড়
এই ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে ব্যাপক প্রতিক্রিয়া। ফেসবুক, টুইটার, ইউটিউবসহ নানা মাধ্যমে মানুষ ছুটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অনেকেই লিখেছেন, “সরকার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করার এই সুযোগ অনেক মূল্যবান।”
ঈদের আনন্দ আরও রঙিন হবে
সরকারের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে দেশের মানুষকে এক গভীর স্বস্তি দিয়েছে। দেশের লাখ লাখ সরকারি কর্মী ও তাদের পরিবার এ ছুটিকে কাজে লাগিয়ে ঈদের আনন্দ আরও রঙিন ও পরিপূর্ণ করতে পারবেন। একই সঙ্গে দেশের অর্থনীতির বিভিন্ন খাতেও পড়বে ইতিবাচক প্রভাব।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			