ঈদুল আজহা ২০২৫: ওমানে পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা
🖋️ রিপোর্ট: রবিউল হোসেন
মাস্কাট, ৩১ মে:
ওমানের চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ী, যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেছে। এর প্রেক্ষিতে দেশজুড়ে আগামী ৬ জুন ২০২৫ (শুক্রবার) পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানানো হয়েছে।
ঈদুল আজহার এই মহামিলন উপলক্ষে দেশটির সরকার পাঁচ দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে, যা আগামী ৫ জুন বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ৯ জুন সোমবার পর্যন্ত চলবে। ছুটির এই সময়সীমা সরকারি-বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য প্রযোজ্য হবে।
ওমানে কর্মরত লাখো প্রবাসী মুসলমানদের জন্য এটি নিঃসন্দেহে একটি আনন্দের সংবাদ। দীর্ঘ এই ছুটিতে প্রবাসীরা ইবাদত-বন্দেগি ও সামাজিক বন্ধনে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারবেন।
উল্লেখ্য, প্রতি বছর ঈদুল আজহা উপলক্ষে ওমানে ছুটি ঘোষণা করা হলেও এবারের পাঁচ দিনের ছুটি কর্মজীবীদের জন্য বিশেষ স্বস্তি ও প্রস্তুতির সুযোগ নিয়ে এসেছে।