ঈদের ছুটিতে পর্যটক আসতে শুরু করেছে কিশোরগঞ্জের হাওড়ে।
ঈদের লম্বা ছুটিতে কিশোরগঞ্জের হাওড়ে ইদের পরদিন থেকেই পর্যটক আসতে শুরু করেছে।আগামি শনিবার পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে বলে আশা করা যায়।গতকাল প্রচন্ড রোদ এবং গরম উপেক্ষা করে বাইকে করে পর্যটকদের আগমন লক্ষ্য করা গেছে।নিকলি এবং মিঠামইন হাওড়ে এখনো পুর্ন পানি না হলেও ভ্রমনপ্রেমীরা আসছে।আর আগামি কয়েকদিন গরম থাকলেও বৃষ্টির সম্ভাবনা কম থাকায় পর্যটক বাড়বে বলে আশা করছে স্হানীয় পর্যটন ব্যাবসায় জড়িত লোকজন।ভ্রমনপ্রেমিদের কাছে নিকলী বেড়ীবাঁধ একটি আকর্ষণীয় স্থান। একে বেড়ীবাঁধ সংলগ্ন নিকলী ফায়ার সার্ভিস অফিস সূত্রে জানা যায় তারা যে কোনো নৌ দুর্ঘটনা মোকাবেলায় প্রস্তুত রয়েছে। এ এলাকায় সবচেয়ে বেশি নৌ দুর্ঘটনা ঘটে বরে জানায় ফায়ার সার্ভিস । ফায়ার সার্ভিসের দুটি অগ্নি জাহাজ ও স্পিডবোট এবং ডুবুরিরা সব সময় পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত থাকে। এছাড়াও করিমগঞ্জের বালিখোলা ফেরিঘাট হতে মিঠামইল নৌ রুটে পর্যটকদের উপস্হিতি লক্ষ্য করা যায়। এবার ঈদের পরেও পর্যটকদের আগমন অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে ;কারণ হাওরে এবার পানি এসেছে। পর্যটকের ঢল সামলানোর জন্য পর্যটন ব্যবসায়ীরা এবার ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।