এ কথা শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে অনুষ্ঠিত এক ইফতার মাহফিলে বলেছেন, যেখানে প্রায় এক লাখ রোহিঙ্গা শরণার্থী উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও প্রধান উপদেষ্টার সাথে অংশগ্রহণ করেন। উক্ত মাহফিলে প্রধান উপদেষ্টা রোহিঙ্গাদের উদ্দেশ্যে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, “আল্লাহর কাছে দোয়া গরি, সাম্মর বার যেন অনরা নিজর বাড়িতে যাইয়া ঈদ গরি পারন।”
এ বছর রোহিঙ্গাদের জন্য ঈদের আনন্দ বাড়াতে সঠিক পরিবেশ তৈরির জন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতি দেন ড. ইউনূস। জাতিসঙ্ঘের সহযোগিতায় এই কার্যক্রমের জন্য তিনি ধন্যবাদ জানান।
এছাড়া, তিনি বলেন, “রোহিঙ্গাদের জন্য নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে সবধরনের সহায়তা এবং দৃষ্টি আকর্ষণ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হচ্ছে।”
এ উদ্যোগ রোহিঙ্গাদের মাঝে একটি নতুন আশার আলো দেখাচ্ছে, যেখানে তারা আগামী দিনে তাদের নিজ দেশ ফিরে যেতে সক্ষম হবে।