close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ই স রাই লে মাইক্রোসফট ভবনের কাছে ই রা নে র হা ম লা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
চলমান সংঘাতের মধ্যে এবার ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বিরসেবায় অবস্থিত মাইক্রোসফট অফিসের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ইসরাইলের মাইক্রোসফট অফিসের কাছাকাছি ..

হামলার পর ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম ঘটনাস্থলে কাজ করছে। এ ঘটনায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন বলে জানা গেছে এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ইরান আবারও গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ককে লক্ষ্য করেছিল, যেটি তারা বৃহস্পতিবার সকালে টার্গেট করার কথা বলেছিলো। তখনই পাশে থাকা সোরোকা হাসপাতাল আক্রান্ত হয়।

গাভ-ইয়াম অ্যাডভান্সড টেকনোলজি পার্ক হলো ইসরাইলের বিরসেবায় অবস্থিত একটি হাই-টেক বাণিজ্যিক জোন, যেখানে বহু আন্তর্জাতিক প্রযুক্তি কোম্পানি ও স্টার্টআপের অফিস রয়েছে, যা সামরিক ও গবেষণামূলক কাজেও ব্যবহৃত হয়।

コメントがありません