close

লাইক দিন পয়েন্ট জিতুন!

ই স রা য়ে লে র হয়ে কাজ করা ৭০০ ভাড়াটে সৈনিক গ্রে প্তা র

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ইরানে ইসরায়েলের সহায়ক হিসেবে কাজ করা ৭০০ ‘ভাড়াটে সৈনিক’ আটক, ১২ দিনে ১০ হাজার বিস্ফোরকবাহী ড্রোনও জব্দ। পারমাণবিক পরিদর্শন কঠোরতর, নিরাপত্তা ব্যবস্থা তলিয়ে যাচ্ছে নতুন মাত্রায়।..

ইরানের নিরাপত্তা বাহিনী সাম্প্রতিক সময়ে ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগে ব্যাপক ধরপাকড় চালিয়ে আসছে। গত ১২ দিনে দেশজুড়ে ৭০০ জন ‘ইসরায়েলি ভাড়াটে সৈনিক’কে গ্রেপ্তার করেছে ইরানের গোয়েন্দা সংস্থা। এই ধরণের বড়সড় অভিযানের পেছনে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা জোরদারের পরিকল্পনা।

২৪ জুন বুধবার স্কাই নিউজের তথ্য মতে, ইরানের সামরিক বাহিনী এই ৭০০ জনকে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করেছে, যারা ইসরায়েলের জন্য গুপ্তচর এবং হামলার ষড়যন্ত্রে জড়িত ছিল। নূরনিউজ এজেন্সি নিশ্চিত করেছে, এসব গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে চালানো হয়েছে কঠোর নিরাপত্তা অভিযান।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ তাদের ‘ইসরায়েলি ভাড়াটে সৈনিক’ উল্লেখ করেছে এবং জানিয়েছে, ইসরায়েলি গোয়েন্দা নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে ইরানে সক্রিয় ছিল। তাদের এই গুপ্তচর কার্যকলাপ ধ্বংস করার জন্য ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনী কঠোর অভিযান পরিচালনা করেছে, যার ফলস্বরূপ এতো সংখ্যক গ্রেপ্তারি হয়েছে।

নিরাপত্তা সূত্র জানিয়েছে, গত ১২ দিনে ইরান সরকার ১০ হাজার ড্রোন জব্দ করেছে, যেগুলো বিস্ফোরক বহন করতে সক্ষম। এই ড্রোনগুলি ইসরায়েলের পক্ষ থেকে বিভিন্ন আক্রমণের জন্য ব্যবহৃত হতো বলে সন্দেহ করা হচ্ছে। ড্রোন জব্দের মাধ্যমে ইরানের সামরিক বাহিনী উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে।

ফার্স নিউজের রিপোর্ট অনুসারে, ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক দেশটির নিরাপত্তা ব্যবস্থা অচল করার চেষ্টা করছিলো, যা ধীরে ধীরে ইরানের গোয়েন্দা বাহিনীর হাতে পড়ে গেছে। এখন তারা এই সকল ‘ভাড়াটে সৈনিকদের’ কঠোর বিচার দাবি করছে।

ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) সঙ্গে সহযোগিতা স্থগিত করার বিল পাস করেছে। এর ফলে আইএইএ পরিদর্শকরা সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানে প্রবেশ করতে পারবেন না।

নূরনিউজ একটি সংসদ সদস্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, “আইএইএ-এর পরিদর্শন আগের মতো আর সহজ হবে না; কঠোর নিরাপত্তা প্রয়োজন।”

এই বিল পাসের ফলে ইরানের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক পর্যবেক্ষণের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা বেড়েছে। ইরান নিরাপত্তা এবং নিজস্ব স্বার্থ রক্ষায় আরও কঠোর ব্যবস্থা নিতে শুরু করেছে।

বর্তমান পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে গোপন এবং প্রকাশ্য যুদ্ধের মাত্রা ক্রমশ বেড়েই চলছে। ইসরায়েলের পক্ষে কাজ করার অভিযোগে আটক ৭০০ ‘ভাড়াটে সৈনিক’ এবং ১০ হাজার বিস্ফোরক বহনযোগ্য ড্রোন জব্দের ঘটনা ইরানের প্রতিরক্ষা জোরদারের এক বড় প্রমাণ। আগামীদিনে এই সংকট আরও বাড়তে পারে বলে বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন।

No comments found


News Card Generator