যুক্তরাষ্ট্রের একটি বোমা হামলার ঘটনার পর ইরানে সরকার পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্য শুধু ওয়াশিংটনের নীতি বদলের বার্তাই দেয়নি, বরং পুরো মধ্যপ্রাচ্যকে ঠেলে দিয়েছে নতুন এক উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতির দ্বারপ্রান্তে।
রবিবার ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেন,সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে, তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না?
এখানে "মিগা" শব্দটি দিয়ে বোঝানো হয়েছে: Make Iran Great Again (MIGA) — অর্থাৎ, ইরানকে আবার মহান করো।" এই বাক্যটি ট্রাম্পের বিখ্যাত নির্বাচনী স্লোগান "Make America Great Again"-এর প্রতিধ্বনি।
ট্রাম্প প্রশাসন এর আগে বহুবার দাবি করেছে, তারা ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা করছে না। কিন্তু এই বক্তব্য সেই আগের অবস্থান থেকে একেবারেই ভিন্ন ও উল্টো। পরিপূর্ণভাবে "রেজিম চেঞ্জ" ইঙ্গিত দিচ্ছে মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশলের রূপান্তরের।
বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ট্রাম্পের বক্তব্য নয়, বরং সম্ভবত যুক্তরাষ্ট্রের পরবর্তী নীতিগত সিদ্ধান্তের অগ্রিম ছায়া।
ইরানে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে এক অদৃশ্য আতঙ্ক। বাহরাইন, কুয়েত, সৌদি আরব, কাতার—এসব উপসাগরীয় দেশ ইতিমধ্যেই সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। কারণ এই দেশগুলোর অনেকগুলোতেই রয়েছে মার্কিন সামরিক ঘাঁটি, যেগুলো এখন আক্রমণের সম্ভাব্য লক্ষ্য হয়ে উঠতে পারে।
বাহরাইন সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে—
দেশটির ৭০ শতাংশ সরকারি কর্মচারীকে ঘরে বসে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া বিবৃতিতে বলা হয়,আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির সাম্প্রতিক পরিবর্তনের আলোকে, নাগরিক ও বাসিন্দাদের আহ্বান জানানো হচ্ছে—শুধুমাত্র প্রয়োজনীয় সময়েই প্রধান সড়ক ব্যবহার করুন। যাতে জরুরি বাহিনী নির্বিঘ্নে কাজ করতে পারে এবং নিরাপত্তা নিশ্চিত করা যায়।
আন্তর্জাতিক কৌশলগত গবেষণা ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্যনীতি বিষয়ক জ্যেষ্ঠ ফেলো হাসান আলহাসান বলেন,যদি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাত শুরু হয়, তাহলে তা গোটা অঞ্চলজুড়ে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী যুদ্ধের রূপ নিতে পারে।
বিশ্লেষকদের মতে, ইরান সরকারের ওপর এই চাপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের এক ইচ্ছাকেই বাস্তবায়নের পথে নিতে পারে—যেটা হচ্ছে সরকার পরিবর্তন এবং মধ্যপ্রাচ্যে নিজের কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা।
ট্রাম্পের এই বার্তা শুধু ইরান নয়, বরং গোটা বিশ্বকেই নাড়া দিয়েছে। সরাসরি রেজিম চেঞ্জের উচ্চারণ আর বোমা হামলার বাস্তবতা—এই দুই মিলেই এক নতুন অস্থিরতার জন্ম দিয়েছে উপসাগরীয় রাজনীতিতে।



















