close
লাইক দিন পয়েন্ট জিতুন!
রংপুর: "যতদিন পর্যন্ত ২৪ জুলাই অভ্যুত্থান হত্যাকাণ্ডের বিচার না হচ্ছে, ততদিন জুলাই-আগস্টের যুদ্ধ সম্পন্ন হবে না। আমাদের প্রধান লক্ষ্য বিচারের জন্য যুদ্ধ চালিয়ে যাওয়া।"— এমনই ঘোষণা দিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের সিইও মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।
বৃহস্পতিবার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘আহত যোদ্ধাদের পাশে বাংলাদেশ’ শিরোনামে জুলাই স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত এক চেক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিচার না হলে লড়াই চলবে
মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, "বাংলাদেশে ২৪ জুলাই অভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার না হলে আমরা আন্দোলন চালিয়ে যাব। আমাদের এই সংগ্রাম নির্যাতিত পরিবারগুলোর ন্যায়বিচারের দাবিতে।"
অনুষ্ঠানে রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর, মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার আবু সাইমসহ জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহতদের সহায়তায় প্রতিশ্রুতি
তিনি আরও বলেন, "জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসনের জন্য যা যা করা দরকার, ফাউন্ডেশন থেকে তা করা হবে। আহত ও নিহতদের পরিবারের সব সমস্যার সমাধানে পাশে থাকবে জুলাই ফাউন্ডেশন। যারা এখনো চিকিৎসা, আর্থিকসহ অন্যান্য সমস্যায় ভুগছেন, তাদের পাশে থাকবে আমাদের ফাউন্ডেশন। যারা এখনো তালিকাভুক্ত হতে পারেননি, তাদের তালিকা করা হবে।"
চেক বিতরণ ও তথ্যচিত্র প্রদর্শনী
অনুষ্ঠানে জুলাই বিপ্লবের ওপর নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর রংপুর জেলার তালিকাভুক্ত ২২২ জন আহতের মধ্যে ১৭২ জনকে ১ লাখ টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়।
এই অনুষ্ঠান শুধু আর্থিক সহায়তা নয়, বরং আহত ও নিহতদের পরিবারের প্রতি জাতীয় সহমর্মিতার প্রকাশও। জুলাই স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক এই মহতী উদ্যোগ আগামী দিনে বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
শেষ কথা
২৪ জুলাইয়ের হত্যাকাণ্ডের বিচার ছাড়া এই যুদ্ধ থামবে না বলে জানিয়েছেন স্নিগ্ধ। আগামীতে বিচার আদায়ের জন্য আন্দোলন আরও তীব্রতর করা হবে বলেও জানান তিনি।
Ingen kommentarer fundet