আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!”
আজ দুপুরে নিজের ফেসবুকে পারশা লেখেন,
"কিছুক্ষণ আগে কুর্মিটোলা হাসপাতালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনো জ্বলছে। প্রথম কিছুক্ষণ গাড়ির দরজাটাও খুলতে পারিনি। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!"
এই পোস্টের সূত্র ধরে প্রথম আলোর পক্ষ থেকে পারশার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি বলেন,
"আমি তো বসুন্ধরায় থাকি। আজকে আমার বিজ্ঞাপনের জিঙ্গেল ও নাটকের গানের রেকর্ডিং ছিল। তাই স্টুডিওতে যাচ্ছিলাম। বেলা একটার দিকে কুর্মিটোলা হাসপাতালের উল্টো দিক দিয়ে যাওয়ার সময় হঠাৎ গাড়িতে আগুন ধরে যায়। তখন প্রচণ্ড ধোঁয়ায় আমার চোখ ও গলা জ্বলতে থাকে। কী করব বুঝে উঠতে পারছিলাম না। দরজাও প্রথমে খুলছিল না। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম! সত্যি বলতে, আজ আমি নতুন জীবন ফিরে পেলাম।"
নতুন চমক নিয়ে আসছেন পারশা মাহজাবীন
পারশা মাহজাবীন ২০২১ সালে ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নাটকের ‘দুজন হেরে যাই’ গান দিয়ে সংগীতশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান। তাঁর গাওয়া ‘কপি পেস্ট’, ‘পুতুলের সংসার’, ‘যে প্রেম এসেছিল’ গানগুলোও শ্রোতাদের মাঝে আলোচিত হয়েছে।
সম্প্রতি ভালোবাসা দিবসে মুক্তি পাওয়া ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’-তে অভিনয় করে তিনি আবারো আলোচনায় আসেন। এবার প্রীতম ও তিশার সঙ্গে নতুন চমক নিয়ে আসছেন তিনি। যদিও এই দুর্ঘটনা তাঁকে কিছুটা শারীরিকভাবে দুর্বল করে দিয়েছে, তবে তিনি শিগগিরই কাজে ফিরতে চান বলে জানিয়েছেন।
গাড়িতে আগুন লাগার কারণ কী?
এখনো স্পষ্ট করে জানা যায়নি ঠিক কী কারণে গাড়িটিতে আগুন লেগেছিল। তবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। এ ঘটনায় তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শেষ মুহূর্তে বেঁচে যাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ
এই ভয়াবহ অভিজ্ঞতার পর পারশা মাহজাবীন আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
"এটি বড় ধরনের দুর্ঘটনা হতে পারত। আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমি সত্যিই কৃতজ্ঞ।"
এই ঘটনার পর ভক্তরা সামাজিক মাধ্যমে তাঁর জন্য শুভকামনা জানিয়েছেন এবং দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফেরার কামনা করেছেন।