close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হোবার্ট হ্যারিকেন্স আবারো ডাকছে রিশাদ হোসেনকে

Mehedi Hasan avatar   
Mehedi Hasan
পুরনো ডেরা আবারো ডাকছে রিশাদ হোসেনকে। গতবারের মতো হোবার্ট হ্যারিকেন্স এইবারো দলে নিয়েছে বাংলাদেশের লেগ স্পিনার রিশাদকে।..

টুর্নামেন্টটির বর্তমান চ্যাম্পিয়নরা সামাজিক যোগাযোগমাধ্যমে এক ঘোষণায় রিশাদকে দলে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে৷ গত বছর ও ডাক আসলে, দিনশেষে তার খেলা হয়ে উঠেনি। ক্রিকেট বোর্ডের অনাপত্তিপত্র (এনওসি) না দেওয়ার কারণে অন্যতম সেরা এই ফ্র‍্যান্সাইজি লিগে খেলতে পারেননি তিনি। এইবার কি তাহলে, সেই দরজা খুলতে যাচ্ছে?

এইবারের আসরের জন্য সর্বমোট ১১ জন বাংলাদেশী ক্রিকেটার নাম লিখিয়েছেন। একমাত্র রিশাদ বাদে আর কেউ ই দল পাননি। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিব আল হাসানের ই বিগ ব্যাশ খেলার অভিজ্ঞতা রয়েছে৷ ভিন্ন দুই মৌসুমে মেলবোর্ন রেনেগেডস ও অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলেছেন টাইগারদের এই সাবেক অধিনায়ক। বিসিবি এইবার রিশাদকে ছাড়পত্র দিলে, সাকিবের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে এই লিগে খেলার কীর্তি গড়বেন রিশাদ৷ 

রিশাদের পাশাপাশি আরো ১০ জন বাংলাদেশি ড্রাফটে নাম নিবন্ধন করেছিলেন। তারা হলো ; মেহেদী হাসান মিরাজ, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন, তাইজুল হোসেন, হাসান মাহমুদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

Không có bình luận nào được tìm thấy