close

লাইক দিন পয়েন্ট জিতুন!

হযরত উমর (রাঃ) যুব সংগঠনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ..

Rajesh Gour avatar   
Rajesh Gour
নেত্রকোনার দুর্গাপুরে  হযরত উমর (রাঃ)  যুব সংগঠনের আয়োজনে ব্যাডমিন্টন টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।..

 বৃহস্পতিবার রাতে মজিবনগর মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ক্রীড়াপ্রেমী টুকন সরকার।  এর আগে গত শনিবার এ খেলার উদ্বোধন করেন সুসঙ্গ সাহিত্য সম্মিলিত পরিষদের সভাপতি  মঞ্জুরুল হক মঞ্জু।  ফাইনাল খেলায় অংশগ্রহণ করে টিম ফাইটার ও টিম ডিফেন্ডার । 

এতে ২১/৮ পয়েন্টে টিম ডিফেন্ডারকে হারিয়ে
টিম ফাইটার চ্যাম্পিয়ন হয়৷  পরে অতিথিবৃন্দ বিজয়ী চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন। খেলায় সার্বিক সহযোগিতায় ছিলো জুয়েল, এলাকার ক্রীড়াপ্রেমী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের  নেতৃবৃন্দ। 

যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এ খেলার আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা। এত সুন্দর আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান অতিথিরা। 

 

 

 

Keine Kommentare gefunden


News Card Generator