close

ভিডিও দেখুন, পয়েন্ট জিতুন!

হযরত ইউসুফ (আঃ) এর কবরে ই হুদি দের আ গমন, আ ট কে দিল ফি লি স্তি নি রা..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
ফিলিস্তিনের নাবলুসে হযরত ইউসুফ (আঃ)–এর কবর জিয়ারতের নামে ইহুদিদের গোপন প্রবেশ ঠেকাল ফিলিস্তিনিরা। আগাম অনুমতি না থাকায় দু'পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে ইহুদিদের উদ্ধার ..

ইউসুফ (আঃ)–এর কবর নিয়ে উত্তপ্ত নাবলুস, ফিলিস্তিনিদের হাতে আটক ইসরায়েলি ইহুদিরা

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিমতীরের নাবলুস শহরে হযরত ইউসুফ (আঃ)–এর কবরকে কেন্দ্র করে ফের সৃষ্টি হলো রাজনৈতিক উত্তেজনা ও সংঘর্ষ। ইসরায়েলের কিছু ইহুদি নাগরিক গোপনে সেখানে প্রবেশের চেষ্টা করলে, ফিলিস্তিনিরা তৎক্ষণাৎ তাদের ঘিরে ধরে আটকে রাখে।
অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্বে কোনো ধরনের অনুমতি ছাড়াই এই প্রবেশের ঘটনা ঘটে।

তথ্যসূত্রে জানা যায়, শুক্রবার (২৭ জুন) স্থানীয় সময় ভোর রাতে ইহুদিদের একটি দল নাবলুসে হযরত ইউসুফ (আঃ)–এর কবরস্থানে প্রবেশ করে। তবে তাদের সঙ্গে কোনো ইসরায়েলি সেনার উপস্থিতি না থাকায় বিষয়টি স্থানীয় ফিলিস্তিনিদের নজরে আসে। সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা গেছে, ইসরায়েলি ইহুদি ও ফিলিস্তিনি তরুণদের মধ্যে পাথর ছোড়াছুড়ির ঘটনা ঘটছে। এতে বেশ কয়েকজন ইহুদি আহত হয় বলে জানিয়েছে বার্তাসংস্থা ওয়াল্লা

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (IDF) বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এদিন আরও কয়েকটি ইহুদি দল ইউসুফ (আঃ)–এর কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ফিলিস্তিনিরা আগেভাগেই তা জানতে পেরে নাবলুসে প্রবেশের মুখেই তাদের পথরোধ করে। পরবর্তীতে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে ইসরায়েলি সেনাবাহিনী অভিযান পরিচালনা করে তাদের উদ্ধার করে।

অন্যদিকে, ইসরায়েলের সংবাদমাধ্যম ইসরায়েল হাইম জানিয়েছে, স্থানীয় ফিলিস্তিনি অথরিটি পুলিশই প্রথমে ওই ইহুদি নাগরিকদের উদ্ধার করে। পরে তাদের হস্তান্তর করা হয় ইসরায়েলি সেনাদের হাতে।

এই ঘটনা মধ্যপ্রাচ্যে ইতোমধ্যেই ধর্মীয় ও রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে আলোচনার জন্ম দিয়েছে।

ইহুদিদের দাবি অনুযায়ী, নাবলুসে অবস্থিত একটি কবরস্থানে হযরত ইউসুফ (আঃ)—কে সমাহিত করা হয়েছে। তারা তাঁকে ‘জোসেফ সন অব জ্যাকব’ নামে ডেকে থাকে।
তবে অনেক মুসলিম ঐতিহাসিক ও স্থানীয়রা এই দাবিকে অস্বীকার করেন। তাদের ভাষ্য মতে, সেখানে মূলত ১৮ শতকের এক মুসলিম পণ্ডিত “শেখ ইউসুফ দাওইকত” এর কবর রয়েছে। ফলে যুগ যুগ ধরে ওই স্থান নিয়ে রয়েছে মতপার্থক্য।

ঘটনার পর নাবলুস শহরে নতুন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, এই ধর্মীয় ও জাতিগত উত্তেজনা ফিলিস্তিন–ইসরায়েল উত্তপ্ত সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে।
বিশ্লেষকদের মতে, রাজনৈতিক ও সামরিক দৃষ্টিকোণ থেকেও এই ঘটনার গুরুত্ব রয়েছে।

没有找到评论