close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হিলি সীমান্তে বিজিবি ও বিএসএফের মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময়..

Anowarul Islam Islam avatar   
Anowarul Islam Islam
আনোয়ারুল ইসলাম, পার্বতীপুর প্রতিনিধি

 আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজিবি ও বিএসএফ সদস্যরা।

বুধবার (২৬ মার্চ) হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার-সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় দুই বাহিনীর মধ্যে এই শুভেচ্ছা বিনিময় হয়। 
বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার অসীম মারাক  ও ভারতের ৭৯ বিএসএফ ব্যাটালিয়নের এসি রহিত শর্মার হাতে মিষ্টি দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় বিজিবি কে ফুলেল শুভেচছা জানান বিএসএফ। 
বিজিবি হিলি আইসিপি চেকপোস্ট গেইটের কমান্ডার নায়েব সুবেদার এনামুল হক, নায়েব সুবেদার আবুল কালাম, বিএসএফের হিলি সিপি গেইটের ইন্সপেক্টর অতুল রায় সহ দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। 
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধীনে বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কোম্পানি  কমান্ডার অসীম মারাক বলেন, আজ বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দুই বাহিনী যেন তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষে দুই দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবে আমরা একেঅপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। দীর্ঘদিন ধরেই আমাদের হিলি সীমান্তে এ ধরনের রেওয়াজ চলে আসছে।

 

Nema komentara