হেমায়েতপুরের তিব্বত মোড়ে জলাবদ্ধ সমস্যা সমাধানে নতুন প্রকল্প পরিকল্পনা প্রকাশ।সাভারের হেমায়েতপুরে তিব্বত মোড়ে চিত্র এবার পাল্টাবে এ আসা ব্যক্ত করছে স্থানীয় বাসিন্দারা, বর্ষা মানেই যেন তাদের জন্য দুশ্চিন্তা আর জলাবদ্ধতায় সৃষ্টি হওয়া হাটু সমান পানি। স্থানীয় বাসিন্দাদের মতামতে তিব্বত মোড়ের এ চিত্র যেন নতুন নয়, প্রতি বর্ষায় একটু বৃষ্টি বা ভারী বৃষ্টি হলেই এখানে সৃষ্টি হয় জলাবদ্ধতা সমস্যা... এবার তারা আশা করছে এর সমাধান পাবে নতুন কিছু যোগ হবে, আর সৃষ্টি হবে না জলাবদ্ধতা পোহাতে হবে না এই সমস্যা। সমস্যার সমাধানে নতুন করে পাস হয়েছে একটি বিল। সমস্যা সমাধানে উপজেলা অফিসার পর্যবেক্ষণে যায়, প্রয়োজনীয় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আশা ব্যক্ত করে, দুই থেকে তিন কোটি টাকার একটি বিল পাস হয়ে গেছে বলে জানা গিয়েছে। প্রকাশ্যে এসেছে নতুন প্রকল্প পরিকল্পনা। শিল্প এলাকা হওয়ায় এ সমস্যা দূরত সমাধান চায় স্থানীয় দোকানীরা প্রতিষ্ঠানের মালিকরা।ট্যাগস: সমস্যা সমাধান, হেমায়েতপুর, জলাবদ্ধতা, প্রকল্প, পরিকল্পনা
close
ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!
No comments found