হবিগঞ্জে অলিপুর থেকে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর রেলগেট এলাকা থেকে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল গত ২৫ জুন ৭নং নুরপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কস্থ অলিপুর রেলগেটের সামনে পাকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজাসহ ৩ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো-চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ আপেল (৩৭), টাঙ্গাইল জেলার গোপালপুর থানার হাজিপুর গ্রামের মৃত মোসা শেখের পুত্র মোঃ নজরুল ইসলাম (৪৫), দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মৃত আব্দুল ওয়াহিদের পুত্র মুক্তার আলী (৩৪)। 
র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার 
কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, 
 আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯, এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Tidak ada komentar yang ditemukan


News Card Generator