close

ভিডিও আপলোড করুন পয়েন্ট জিতুন!

হবিগঞ্জ-৪ আসনে জামায়াতের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন সাংবাদিক অলিউল্লাহ নোমান..

Nahid Hasan avatar   
Nahid Hasan
****

 

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি॥ হবিগঞ্জ-৪ (চুনারুঘাট–মাধবপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির মনোনয়নপ্রত্যাশী সাংবাদিক অলিউল্লাহ নোমান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১২টার দিকে মাধবপুর উপজেলা নির্বাচন সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, জেলা জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাওলানা আব্দুস শহিদ, মাধবপুর উপজেলা জামায়াতের আমির মাও. আলাউদ্দিন ভূইয়া, সেক্রেটারি মোহাম্মদ মোস্তফা কামাল, সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, বাইতুল মাল সম্পাদক শামসুর রহমান, মাধবপুর পৌর জামায়াত সভাপতি আব্দুর রহমান খান সোহাগ, ইসলামী ছাত্রশিবিরের উপজেলা সভাপতি আব্দুর রাকিব রানা, উপজেলা নির্বাচন পরিচালক হাফেজ নবীর হোসাইন, মাধবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবুল খায়েরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, নির্বাচন কমিশনের ঘোষিত তপশিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু হবে ২২ জানুয়ারি থেকে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।

Nessun commento trovato


News Card Generator