close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হাতিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ চেয়ারম্যান ঘাটে একজন আটক..

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট বাজারে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৮ এপ্রিল, রবিবার মধ্যরাতে জসিমের দোকানের..

হাতিয়ায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ চেয়ারম্যান ঘাটে একজন আটক

 

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার হরণী ইউনিয়নের চেয়ারম্যান ঘাট বাজারে মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ১৮ এপ্রিল, রবিবার মধ্যরাতে জসিমের দোকানের সামনে থেকে আলফি (১৭) নামে এক যুবককে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য প্রায় ১৫,০০০ টাকা বলে জানা গেছে।

 

আটক আলফি হাতিয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের চর কৈলাশ গ্রামের নবীরউদ্দিনের ছেলে এবং সে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী।

 

স্থানীয় ছাত্রদল নেতা এনায়েত, রিপন ও ইসমাইল তাকে সন্দেহভাজন মনে করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো গাঁজার দুটি পোটলা উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে তারা আলফিকে হাতিয়া থানার অধীনস্থ চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেন।

 

চেয়ারম্যান ঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল বাতেন বলেন, আটককৃত যুবকের কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আইনানুগ প্রক্রিয়ায় হাতিয়া থানায় হস্তান্তর করা হবে। মাদকের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। হাতিয়ায় মাদক প্রবেশ ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে।

Không có bình luận nào được tìm thấy


News Card Generator