লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় এক বিধবা নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ এবং পরে ওই নারীর গর্ভে সন্তান জন্ম নেওয়ার ঘটনায় রাকিবুল ইসলাম (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২ জুন) রাত ১টার দিকে পাশ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের নওদাবাস এলাকা থেকে তাকে গ্রেফতার করে হাতীবান্ধা থানা পুলিশ।
গ্রেফতারকৃত রাকিবুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর জাওরানী গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী নারী অভিযোগে জানান, দীর্ঘদিন ধরে রাকিবুল ইসলাম তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন। ফলে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন এবং গত ২৩ মে একটি ছেলে সন্তানের জন্ম দেন।
সন্তান জন্মের পর নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত করতে রাকিবুলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তিনি গা ঢাকা দেন এবং মোবাইল ফোনও বন্ধ করে দেন। বিষয়টি নিয়ে হতাশ ও সামাজিকভাবে বিপর্যস্ত ওই নারী অবশেষে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
পুলিশ অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে সোমবার রাতে কালীগঞ্জ উপজেলার নওদাবাস এলাকা থেকে অভিযুক্ত রাকিবুলকে গ্রেফতার করে।