close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হাতিয়ায় নিষেধাজ্ঞা মৌসুমে ১৫০ মণ ইলিশ জব্দ

MD Abdur Rahman avatar   
MD Abdur Rahman
হাতিয়ায় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে যৌথ অভিযানে ১৫০ মণ ইলিশ মাছ ও ৩টি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। বুধবার (৭ মে ২০২৫) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গা..

হাতিয়ায় নিষেধাজ্ঞা মৌসুমে ১৫০ মণ ইলিশ জব্দ

 

হাতিয়ায় নিষিদ্ধ সময়ে অবৈধভাবে ইলিশ আহরণের দায়ে যৌথ অভিযানে ১৫০ মণ ইলিশ মাছ ও ৩টি ফিশিং ট্রলার জব্দ করেছে কোস্ট গার্ড ও মৎস্য অধিদপ্তর। বুধবার (৭ মে ২০২৫) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বিএন হারুন-অর-রশীদ।

 

তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টায় কোস্টগার্ড স্টেশন হাতিয়া ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে টাংকি ঘাট ও চেয়ারম্যানঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এফবি আমেনা, এফবি নিহা ও এফবি বাবুল নামের তিনটি ফিশিং বোট থেকে প্রায় ৬ হাজার কেজি (১৫০ মণ) ইলিশ মাছ, যার বাজারমূল্য প্রায় ৪৫ লক্ষ টাকা, জব্দ করা হয়। এ সময় ৫৬ জন জেলেকে আটক এবং তিনটি বোট জব্দ করা হয়।

 

পরবর্তীতে জব্দকৃত মাছ হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ফয়েজুর রহমানের উপস্থিতিতে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও গরীব-প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে বিতরণ করা হয়। আটককৃত ট্রলারগুলোকে জরিমানা করা হয় এবং ৫৬ জন জেলেকে মুসলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

 

উল্লেখ্য, প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত ৫৮ দিনের জন্য সরকারের পক্ষ থেকে সামুদ্রিক জলসীমায় মাছের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণের লক্ষ্যে সকল ধরনের মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করা হয়েথাকে।

 

Aucun commentaire trouvé


News Card Generator