হাসপাতালে নেয়ার পথে মারা গেলেন অভিনেতা রাজেশ

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
তামিল ও মালায়ালম সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেতা রাজেশ মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ মে) হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। বিষয়টি অভিনেতার পরিবার নিশ্চিত করেছে..

রজনীকান্তের প্রিয় বন্ধু ছিলেন অভিনেতা রাজেশ। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তারকার পরিবারের মধ্যে। পরিবার বলতে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মরদেহ চেন্নাইয়ের রামাাপুরামের বাড়িতে নেয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একমাত্র মেয়ে ফিরলেই শেষকৃত্য হবে অভিনেতার।

রাজেশ নিম্ন রক্তচাপে ভুগছিলেন। হঠাৎ করেই শ্বাসকষ্ট শুরু হয় তার। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেয়া হয়। চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি করানোর কথা ছিল। পরিবার জানিয়েছে, হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয়েছে এ তারকার।

এদিকে কাছের মানুষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেতা রজনীকান্ত। তিনি বলেছেন, আমার প্রিয় বন্ধু রাজেশের অসময়ে চলে যাওয়া মেনে নিতে পারছি না। আমার হৃদয় ব্যথিত। রাজেশ অনন্য একজন মানুষ ছিলেন। তার আত্মার শান্তি কামনা করি। তার পরিবার ও কাছের মানুষদের প্রতি সমবেদনা জানাই।

 

প্রসঙ্গত, ১০০টিরও বেশি তামিল সিনেমায় অভিনয় করেছন রাজেশ। অভিনয়গুণে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। কে বালাচন্দেরের হাত ধরে ইন্ডাস্ট্রিতে আসেন রাজেশ। সিনেমার নাম ছিল ‘আভাল উরু থোদারকাধাই’। তার অভিনীত উল্লেখযোগ্য সিনোমর মধ্যে রয়েছে ‘থান্নির থান্নির’, ‘আন্ধা ৭ নাটকাল’, ‘পায়ালানঙ্গাল মুদিভাধিল্লাই’।

 

মূলত পার্শ্বচরিত্রেই অভিনয় করতেন রাজেশ। তবে ‘কান্নি পারুভাথিলে’ সিনেমায় নায়ক হিসেবেও দেখা গেছে তাকে। তামিল ছাড়া তেলেগু ও মালায়ালম ইন্ডাস্ট্রিতেও কাজ করেছেন। ২০০১ থেকে ২০১৬ সাল পর্যন্ত অনেক তামিল সিনেমায় ডাবিং করেছেন। টেলিভিশনেও কাজ করেছেন অনেকে। এ তালিকা রয়েছে ‘আলাইগল’, ‘রোজা’, ‘পুভে উনাক্কাগা’, ‘কানা কানুম কালাঙ্গাল’ ইত্যাদি।

No se encontraron comentarios