close

কমেন্ট করুন পয়েন্ট জিতুন!

হাসপাতালে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারালেন বাবা, আহত ছেলে ও আত্মীয়রা

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
রাজধানীর মোহাম্মদপুর আসাদগেট এলাকায় হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আদম আলী (৫৫)। অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার
রাজধানীর মোহাম্মদপুর আসাদগেট এলাকায় হাসপাতালে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আদম আলী (৫৫)। অসুস্থ ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার সময় গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন তাঁর অসুস্থ ছেলে সাকির আলী (১৬), ভাতিজা নবী হোসেন (৫০), মেয়ের জামাই শাখাওয়াত হোসেন (৩৫), এবং সিএনজিচালক। কীভাবে ঘটল দুর্ঘটনা? পুলিশ জানায়, মিরপুরের এক আত্মীয়ের বাসা থেকে অসুস্থ ছেলেকে ধানমন্ডির একটি হাসপাতালে যান আদম আলী। সেখান থেকে আরও একটি হাসপাতালে যাওয়ার পথে একটি গাড়ির ধাক্কায় সিএনজি উল্টে যায়। দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গুরুতর আহত আদম আলীকে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে তিনি মারা যান। নিহতের পরিচয় ও পরিবার নিহত আদম আলীর ভাতিজা মো. মাসুম জানান, তাঁদের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় মুক্তা রামপুর। কাপড় ব্যবসায়ী আদম আলী তাঁর অসুস্থ ছেলেকে ভালো চিকিৎসকের কাছে দেখাতে ঢাকা আসেন। ধানমন্ডির একটি হাসপাতালে পরীক্ষার পর অন্য হাসপাতালে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। অন্য দুর্ঘটনা: কালশীতে মোটরসাইকেল আরোহী নিহত রাজধানীর কালশী এলাকায় আরেকটি সড়ক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় মারা গেছেন মো. সিয়াম মৃধা (১৫)। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন মোটরসাইকেলের চালক মো. নয়ন। সিয়ামের ভগ্নিপতি মো. রিয়াজ উদ্দিন জানান, সিয়াম তার বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বেরিয়েছিলেন। একটি বেপরোয়া ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই সিয়ামের মৃত্যু হয়। সড়ক দুর্ঘটনার এই দুটি ঘটনা রাজধানীতে চলাচলের ঝুঁকি ও দায়িত্বহীন চালনার ভয়াবহ চিত্র ফুটিয়ে তোলে। যথাযথ পদক্ষেপ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরো বাড়তে পারে।
لم يتم العثور على تعليقات