হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাগপার..

আই নিউজ বিডি ডেস্ক  avatar   
আই নিউজ বিডি ডেস্ক
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) ৬ আগস্ট ভারতীয় দূতাবাস ঘেরাওসহ মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার প্রতিবাদে।..

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সোমবার (৩০ জুন) ঢাকা জাতীয় প্রেস ক্লাবে একটি জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। তারা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গণঅভ্যুত্থান স্মরণ ও আগামী দিনে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।

জাগপার নেতারা জানান, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে বলে কঠোর সমালোচনা জানিয়ে তাঁকে ফেরত আনার দাবি জানানো হবে। ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আন্দোলন চলবে।

এছাড়া, জুলাই মাসব্যাপী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সচেতনতা মূলক কর্মসূচি পালনের কথাও জানানো হয়। দলটির কর্মসূচির মধ্যে রয়েছে পাঁচ আগস্ট শোকরানা নামাজ আদায়, আটটি বিভাগীয় শহর এবং বিশটি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ।

জাতীয় গণতান্ত্রিক পার্টির সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো গেলে পিআর পদ্ধতির নির্বাচন ও স্থানীয় নির্বাচনে আপত্তি থাকবে না। এ সময় দলটি আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিও জোর দিয়ে বলেন।

জাগপার এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীকে ভারতীয় আগ্রাসন থেকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার ও স্বাধিকার রক্ষার লক্ষ্যে কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়ার প্রতিশ্রুতি দেয়।

No comments found


News Card Generator