জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপার) সোমবার (৩০ জুন) ঢাকা জাতীয় প্রেস ক্লাবে একটি জরুরি সংবাদ সম্মেলনের মাধ্যমে ৬ আগস্ট থেকে শুরু হতে যাওয়া মাসব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে। তারা বাংলাদেশের ভবিষ্যতের জন্য গণঅভ্যুত্থান স্মরণ ও আগামী দিনে আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এই কর্মসূচি ঘোষণা করেন।
জাগপার নেতারা জানান, ভারত সরকার শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে বলে কঠোর সমালোচনা জানিয়ে তাঁকে ফেরত আনার দাবি জানানো হবে। ৬ আগস্ট ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাওসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক আন্দোলন চলবে।
এছাড়া, জুলাই মাসব্যাপী ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ব্যাপক প্রতিবাদ ও সচেতনতা মূলক কর্মসূচি পালনের কথাও জানানো হয়। দলটির কর্মসূচির মধ্যে রয়েছে পাঁচ আগস্ট শোকরানা নামাজ আদায়, আটটি বিভাগীয় শহর এবং বিশটি সাংগঠনিক জেলায় গণসংযোগ ও লিফলেট বিতরণ।
জাতীয় গণতান্ত্রিক পার্টির সিনিয়র সহসভাপতি রাশেদ প্রধান সংবাদ সম্মেলনে বলেন, আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ ঠেকানো গেলে পিআর পদ্ধতির নির্বাচন ও স্থানীয় নির্বাচনে আপত্তি থাকবে না। এ সময় দলটি আওয়ামী লীগের দোসরদের বিচারের দাবিও জোর দিয়ে বলেন।
জাগপার এই কর্মসূচির মাধ্যমে দেশবাসীকে ভারতীয় আগ্রাসন থেকে সজাগ থাকার আহ্বান জানাচ্ছে এবং গণতান্ত্রিক অধিকার ও স্বাধিকার রক্ষার লক্ষ্যে কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়ার প্রতিশ্রুতি দেয়।
 'আই নিউজ বিডি' অ্যাপ
  'আই নিউজ বিডি' অ্যাপ
  
  
 
		 
				 
			



















 
					     
			 
						 
			 
			 
			 
			 
			 
			