হারাটি ইউনিয়নে রাস্তা নির্মাণকাজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে..

Foysal Sourov avatar   
Foysal Sourov
লালমনিরহাট প্রতিনিধি,

লালমনিরহাট জেলার সদর উপজেলার হারাটি ইউনিয়নে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ চলছে বলে অভিযোগ রয়েছে।
ওকড়াবাড়ি, হিরামানিক ও ফড়িংয়ের দিঘির রাস্তায় ঠিকাদার নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করছেন বলে এলাকাবাসীর দাবি।
এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হলেও দেখার মতো কেউ নেই।
উপজেলা কর্মকর্তাকে জানাতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি

لم يتم العثور على تعليقات


News Card Generator