লালমনিরহাট জেলার সদর উপজেলার হারাটি ইউনিয়নে নিম্নমানের সামগ্রী ব্যবহার করে রাস্তার কাজ চলছে বলে অভিযোগ রয়েছে।
ওকড়াবাড়ি, হিরামানিক ও ফড়িংয়ের দিঘির রাস্তায় ঠিকাদার নিম্নমানের উপকরণ দিয়ে কাজ করছেন বলে এলাকাবাসীর দাবি।
এ নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হলেও দেখার মতো কেউ নেই।
উপজেলা কর্মকর্তাকে জানাতে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি
لم يتم العثور على تعليقات



















